• আরও ৩ নির্দল শামিল অনীতের দলে টাকা ছড়ানোর অভিযোগ বিজেপির
    বর্তমান | ১৭ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাহাড়ে দলবদল অব্যাহত। পঞ্চায়েত ভোটে জয়ী আরও তিনজন নির্দল প্রার্থী রবিবার শামিল হয়েছেন অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় (বিজিপিএম)। এর ফলে, তাঁদের অধীনে আরও দু’টি পঞ্চায়েত আসতে চলেছে বলে বিজিপিএমের দাবি। এনিয়ে অনীতের দলের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলেছে বিজেপি। যদিও বিজিপিএম অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের পাল্টা বক্তব্য, রাজনৈতিক জমি হাতছাড়া হওয়ায় হতাশা থেকে গল্প বানাচ্ছে বিজেপি।

    এদিন দার্জিলিং-পুলবাজার ব্লকের সোম-সিংতাম পঞ্চায়েতে জয়ী দু’জন নির্দল প্রার্থী যোগ দেন বিজিপিএমে। তাঁদের নাম সাকুন গুরুং তামাং ও চিতেন শেরপা। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজিপিএম প্রধান অনীত থাপা। স্থানীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট পঞ্চায়েতে মোট আসন ১১টি। পঞ্চায়েত ভোটে পাঁচটি আসনে বিজিপিএম এবং ছ’টি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হন। দু’জন নির্দল প্রার্থী যোগ দেওয়ায় বিজিপিএমের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজন।

    একইভাবে কালিম্পংয়ের গোরুবাথান ব্লকের ফাপরখেতি পঞ্চায়েতের জয়ী নির্দল প্রার্থী সোনম ভুটিয়া শামিল হয়েছেন বিজিপিএমে। সংশ্লিষ্ট পঞ্চায়েতেও বিজিপিএমের সদস্য সংখ্যা বেড়েছে। বিজিপিএমের মুখপাত্র শিবপ্রসাদ শর্মা বলেন, এদিন নতুন করে দু’টি পঞ্চায়েত আমাদের দখলে এসেছে। এনিয়ে দার্জিলিং ও কালিম্পংয়ে আমাদের পঞ্চায়েতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৭টি। এখন সব ব্লকেই পঞ্চায়েত স্তরে বিজিপিএমের শক্তি ক্রমশ বাড়ছে। পঞ্চায়েত ভোটে গোরুবাথানে ১২টি পঞ্চায়েতের মধ্যে ৯টিতে জিতেছিলাম। বাকি তিনটি পঞ্চায়েতও চলে এসেছে। এনিয়ে বিজিপিএমের বিরুদ্ধে গলা ফাটিয়েছে বিজেপি। 

    দলের হিল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি কল্যাণ দেওয়ান বলেন, প্রশাসনকে সেটিং করে ছাপ্পা ভোট করিয়েছে বিজিপিএম। অনেক পাহাড়বাসীকে ভোটদানের সিল দেওয়া হয়নি। পরিবর্তে তাঁদেরকে বুড়ো আঙুলের ছাপ ব্যালটে দিতে বাধ্য করা হয়। যার ফলে, বিজেপিতে পড়া বহু ভোট বাতিল হয়েছে। এখন ওরা টাকা ছড়িয়ে জয়ী নির্দল প্রার্থীদের কেনার চেষ্টা করছে। ইতিমধ্যে কয়েকজন বিক্রিও হয়েছে। এসব করে ওরা পঞ্চায়েত দখল করলেও লোকসভা ভোটে উপযুক্ত জবাব পাবে। বিজিপিএমের মুখপাত্র অবশ্য বলেন, পাহাড়ে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হয়েছে। ভোটের দিন কোথাও কোনও অভিযোগ ওঠেনি। এখন উন্নয়নের স্বার্থে জয়ী নির্দল প্রার্থীরা স্বেচ্ছায় বিজিপিএমে আসছেন। এতেই পদ্ম শিবির হতাশ হয়ে এসব উল্টোপাল্টা বলছে।             
  • Link to this news (বর্তমান)