• বামেদের দুর্ভেদ্য দুর্গ নহরিয়া জিতে নিল তৃণমূল
    বর্তমান | ১৭ জুলাই ২০২৩
  • সংবাদদাতা, কাঁথি: দীর্ঘ ৪৫ বছর ধরে জিতে আসছিল বামেরা। রামনগরের তালগাছাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নহরিয়া গ্রামে বামেদের সেই দুর্গে থাবা বসাল তৃণমূল। এবার পঞ্চায়েত নির্বাচনে সেখানে গ্রামসভা আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের রাজকুমার দাসকে ৩৩৩ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী গণপতি শীট। সেই ১৯৭৮ সালে বামেদের জন্মলগ্ন থেকে এখানে একটানা জয়ী হয়ে আসছিলেন সিপিএম প্রার্থী। বাম জমানার অবসানের পর তৃণমূল সরকার ক্ষমতায় এলেও এখানে সিপিএমকে টলানো যায়নি। কিন্তু অবশেষে সেখানে তৃণমূল জেতায় খুশি দলীয় নেতৃত্ব। রবিবার এই উপলক্ষ্যে এলাকায় একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জয়ী প্রার্থী গণপতি এবং পঞ্চায়েত সমিতির আসনের জয়ী প্রার্থী দীপক সহ তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। তাঁরা গোটা এলাকা ঘোরেন। মিছিল থেকে এলাকার মানুষকে জেতানোর জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি অভিবাদন গ্রহণ করেন তাঁরা। রামনগর-১ পঞ্চায়েত সমিতির বিদায়ী সহ সভাপতি নিতাইচরণ সার বলেন, তৃণমূল শাসিত সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকার মানুষ নানা উন্নয়নমূলক প্রকল্পের সুফল পেয়েছেন। আমরা সারাবছর মানুষের ভালোমন্দে পাশে থাকি। তাই মানুষ চোখ বন্ধ করে তৃণমূলকেই বেছে নিয়েছেন এবং অন্যান্য দলকে প্রত্যাখান করেছেন। মানুষ আমাদের পাশে থেকে দু’হাত তুলে আশীর্বাদ করেছেন। তাই দীর্ঘ ৪৫ বছর পর এই এলাকার ক্ষমতার হাতবদল হয়েছে। আগামীদিনে মানুষের পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়ন করাই আমাদের লক্ষ্য। এপ্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আশিস প্রামাণিক বলেন, মানুষের রায় মাথা পেতে নিতেই হবে। তবে গণতান্ত্রিক পথে ভোট হয়নি। অর্থের প্রলোভনের মধ্য দিয়ে ভোটারদের প্রভাবিত করেছে শাসকদল। আবার গণনাকেন্দ্রেও নানা কারচুপি হয়েছে। বিবিধ কারণে জয় আমাদের অনুকূলে আসেনি এবং আমাদের প্রার্থী পরাজিত হয়েছেন।  
  • Link to this news (বর্তমান)