• উত্তরাখণ্ডে ট্রান্সফর্মার ফেটে বিপত্তি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১৫
    বর্তমান | ১৯ জুলাই ২০২৩
  • চামোলি, ১৯ জুলাই: নমামি গঙ্গে প্রকল্পের কাজ চলাকালীন বিপত্তি। ট্রান্সফর্মার ফেটে মৃত্যু হল ১৫ জনের। মৃতদের মধ্যে বেশিরভাগ শ্রমিক থাকলেও রয়েছেন একজন পুলিস কর্মী ও তিনজন হোমগার্ড। উত্তরাখণ্ডের চামোলি জেলার অলকানন্দা নদীর ধারে এক সেতু নির্মাণের কাজ চলছিল। সেখানেই ছিল একটি ট্রান্সফর্মার। আচমকাই সেটি বিকট শব্দ করে ফেটে যায়। যার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১৫ জনের। গুরুতর জখম বহু। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ওই সেতুটি নমামি গঙ্গে প্রকল্পের আওতাধীন বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। চামোলির এসপি জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে গতকাল, মঙ্গলবার রাতে। মোট ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন এই দুর্ঘটনায়। যার মধ্যে হাসপাতালেই মৃত্যু হয়েছে ১৫ জনের। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। আজ, বুধবার দুর্ঘটনাস্থলে যেতে পারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।
  • Link to this news (বর্তমান)