• প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নেই কংগ্রেস: খাড়্গে
    বর্তমান | ১৯ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিরোধী মহাজোটের ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ‘ইন্ডিয়া’র মুখ কে? কে হতে চলেছেন মোদি-শাহ বিরোধী লড়াইয়ের প্রধান চরিত্র? বেঙ্গালুরুর বৈঠক নিয়ে গোটা দেশের রাজনৈতিক মহলে সবচেয়ে চর্চিত বিষয় ছিল এটাই। মঙ্গলবার বৈঠকের শেষ দিনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে যেভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন, তাতে ‘মুখ’ নয়, সংবিধান, গণতন্ত্র আর বহুত্ববাদ ধ্বংস করে গেরুয়াকরণ প্রতিষ্ঠার থেকে ‘মুক্তি’ পাওয়াটাই প্রাধান্য পেয়ে গেল। বৈঠকে কংগ্রেস সভাপতি বলেছেন, ‘দেশকে বাঁচাতে চায় কংগ্রেস। তাই সমমনোভাবাপন্ন সহযোগীদের সঙ্গে পথ চলতে চায়। প্রধানমন্ত্রী পদের জন্য লালায়িত নয় কংগ্রেস।’ রাজনৈতিক মহলের বক্তব্য, রাজ্যস্তরে মতাদর্শগত বিভেদ থাকলেও, জোটের বাকি দলগুলির মতামতকেই গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। বৈঠক শেষে টুইট করেছেন কংগ্রেস সভাপতি। তাতে লিখেছেন, সহযোগীরা মিলিয়ে দেশের ১১টি রাজ্যে ক্ষমতায় আছি আমরা (বিরোধীরা)। আর বিজেপি? ওদের যা ক্ষমতা, তাতে ৩০৩টি আসন একা জেতা কোনওভাবেই সম্ভব নয়। সহযোগীদের ভোট পেয়ে ওরা ক্ষমতায় এসেছিল, তারপর তাদের ছুড়ে ফেলে দিয়েছে। এখন বিপদ বুঝে, রাজ্যে রাজ্যে ঘুরে সেই সহযোগীদের মানভঞ্জনে নেমেছে। বিরোধীদের একতা দেখে ওরা বুঝেছে, আগামী নির্বাচনে পরাজয় নিশ্চিত। খাড়্গের ইঙ্গিতপূর্ণ বক্তব্য, ‘এই বৈঠকের আয়োজন করার উদ্দেশ্য এই নয় যে, আমরা নিজেদের জন্য ক্ষমতা অর্জন করতে চাই। এই বৈঠক গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর সামাজিক ন্যায় বিচারকে রক্ষা করার জন্য।’ এখানেই থেমে থাকেননি কংগ্রেস সভাপতি। পঞ্চায়েত নির্বাচন পর্বকে দূরে সরিয়ে তাঁর বক্তব্য, ‘রাজ্যস্তরে কিছু কিছু মত পার্থক্য আছে। তবে বিরোধী জোটে তার কোনও প্রভাব পড়বে না। দেশের স্বার্থে লড়াইটাই আসল, ক্ষুদ্র স্বার্থের এখানে জায়গা নেই।’  
  • Link to this news (বর্তমান)