• মন্ত্রীর পরিদর্শনের পরেই তড়িঘড়ি ভাঙন কবলিত এলাকায় BJP সাংসদ, কটাক্ষ তৃণমূলের
    এই সময় | ২০ জুলাই ২০২৩
  • এবারে হরিশ্চন্দ্রপুরে ভাঙন পরিদর্শনে গেলেন উত্তর মালদার BJP সাংসদ খগেন মুর্মু। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ফুলাহার নদীর ব্যাপক ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর ধারে থাকা রশিদপুর গ্রাম। ভাঙনের জেরে গ্রাম থেকে আর ৮০ মিটার দূরত্বে নদী প্রবাহিত হচ্ছে। বিঘার পর বিঘা আমবাগান পাটের খেত নদীর তলায় চলে গিয়েছে এই ব্যাপক ভাঙনের জেরে।

    গত সপ্তাহে এই এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমূল হোসেন। তার কয়েকদিন কাটতে না কাটতে আজ এলাকায় গেলেন উত্তর মালদার BJP সাংসদ খগেন মুর্মু। এদিন তিনি রশিদপুর এলাকায় গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, 'নদীর জল বেড়ে গিয়েছে আর এই সময় রাজ্য সরকার এখানে ভাঙন রোধ করতে বাঁশের পাইলিং এবং মাটির বস্তা দিয়ে বৃথা চেষ্টা করে যাচ্ছে। এইভাবে ভাঙন রোধ করা যায় না। অর্থের অপচয় করছে স্থানীয় প্রশাসন।'

    পাশাপাশি এদিন তিনি রশিদপুর সহ এলাকার বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখেন। তিনি আরও বলেন, 'আজকে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে গঙ্গা ভাঙনের বিষয়ে কোনোরকম চিঠি দিয়ে জানায়নি সাহায্যের কথাও বলেনি।'

    ভাঙন দুর্গতদের সঙ্গে কথা বলেন সাংসদ। তিনি বলেন, 'অবিলম্বে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব ।' এই বিষয়ে মালদা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকার বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে মালদায় BJP ধরাশায়ী হয়েছে। বিশেষ করে উত্তর মালদায়। বর্তমানে উত্তর মালদায় BJP সাংসদ খগেন বাবু তাঁর এলাকায় ঘুরে কোনোদিনও দেখেননি কার কি সমস্যা রয়েছে। আজকে আবার লোকসভা নির্বাচন আসছে। সেক্ষেত্রে তিনি হরিশ্চন্দ্রপুরের এলাকায় গঙ্গা ভাঙন এলাকায় মানুষের সঙ্গে দেখা করতে গিয়েছেন। আসলে এবারে উত্তর মালদা লোকসভা আসন থেকে তিনি পরাজিত হবেন।

    তার ভয়ে লোকের কাছে গিয়ে এই সমস্ত ভুলভাল কথা বলে মানুষের কাছে জনসমর্থন নেওয়ার চেষ্টা করছেন। মালদার গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষ জানেন গঙ্গা ভাঙন এলাকায় যা কাজ হয়েছে রাজ্য সরকার‌ই করছে । কেন্দ্রীয় সরকারের দিক থেকে কোনোরকম সাহায্য করা হয়নি। মানুষকে ভুল বুঝিয়ে আর কোনও লাভ হবে না। তিনি তো একজন সংসদ তাঁর এলাকায় গঙ্গা ভাঙন হচ্ছে। তিনি কেন এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা আনতে পারছেন না সেটার উত্তর দিন।'
  • Link to this news (এই সময়)