• Mumbai: আগামী ২৪ ঘণ্টা অতিভারী বৃষ্টির পূর্বাভাস মুম্বইয়ে,কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী শিন্ডে
    আজকাল | ২০ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: প্লাবিত বাণিজ্যনগরী।

    বুধবার সকাল থেকেই মুম্বইয়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি। প্রবল বৃষ্টির জেরে মুম্বই, থানে এবং রত্নগীরিতে অরেঞ্জ অ্যালার্ট এবং পলগড় এবং রায়গড় জেলায় লাল সতর্কতাবার্তা জারি হয়েছে। থানে জেলার উল্লাস নদীর ওপর রাইতে ব্রিজ জলের তলায়। কল্যাণ মুরবাদ মার্গ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ওই পথে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে। বিকেলেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এনকাথ শিন্ডে জানিয়েছিলেন, ভারী বৃষ্টিপাতের জন্য জেলা প্রশাসনকে সতর্ক করেছেন তিনি। ভারী বৃষ্টির জন্য মুখ্যমন্ত্রী আজ তাড়াতাড়ি অফিস ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছেন। সন্ধের সময় একনাথ শিন্ডে বৃহম্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে কন্ট্রোল রুম পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি জানান, জরুরি অবস্থায় এনডিআরএফ, এসডিআরএফ সহ মিউনিসিপ্যাল কর্পোরেশন, সকলেই সজাগ রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তারা ক্রমাগত উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। প্রবল বর্ষণের কারণে সেখানকার একাধিক ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। আগামীকাল মুম্বইয়ের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়েছে।
  • Link to this news (আজকাল)