• Online Order : চাইলেন ল্যাপটপ, এল বিস্কুট
    এই সময় | ২০ জুলাই ২০২৩
  • লন্ডন: নাকের বদলে শেয়াল নরুন পেয়েছিল গল্পে। আর বাস্তবে ইউকে-র এক নাগরিক ল্যাপটপের বদলে পেলেন বিস্কুট। অনলাইনে স্মার্ট ফোনের অর্ডার দিয়ে, টাকা পাঠিয়ে, তার পর বাড়ির ঠিকানায় ফোনের বাক্সে পাথরের টুকরো পাওয়ার ঘটনাও ঘটেছে। তবে ব্রিটেনের গ্রেটার ম্যাঞ্চেস্টারের উর্মস্টন এলাকার অ্যাডাম ইয়ার্সলি অ্যামাজ়নে অর্ডার দিয়েছিলেন দামি একটি ল্যাপটপের। এইচপি প্রোবুক। দাম ৫০০ পাউন্ড।

    ভারতীয় মুদ্রায় ৫৩ হাজার টাকারও বেশি। তার বদলে তিনি পেলেন একটি নামী ব্র্যান্ডের স্বাস্থ্যকর বিস্কুট- সিরিয়াল বিস্কুট। বেশ কয়েক প্যাকেট। ৪০ বছরের ওই ব্যক্তি পার্সেল খুলে বিস্কুট দেখে প্রথমে অবাক হন। তার পর তাঁর মনে হয়, তিনি প্রতারিত হয়েছেন। অ্যাডাম তাঁর ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা টুইট করেন, নিশানা করেন অ্যামাজ়নকে। পরে অ্যামাজ়নের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা ওই খদ্দেদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি, তাঁর কাছে ক্ষমা চেয়েছি এবং পুরো টাকা ফেরত দিয়েছি।'
  • Link to this news (এই সময়)