• UK: ব্রিটেনে গাড়ি বাজারে বিপুল বিনিয়োগ টাটাদের
    আজকাল | ২০ জুলাই ২০২৩
  • তমালিকা বসু, লন্ডন: ভারতের চেয়ে প্রায় তিনগুণ বেশি বিনিয়োগে বিলেতের মাটিতে ব্যাটারি কারখানা খুলতে চলেছে টাটা সন্স।

    বুধবার ইংল্যান্ডের সমারসেটে প্রায় ৪২ হাজার কোটি টাকার বিনিয়োগে এই কারখানা তৈরির ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ব্রিটিশ সরকার জানিয়েছে, গোটা ইউরোপের সর্ববৃহৎ ব্যাটারি কারখানা হতে চলেছে এটি। মূলত ইলেকট্রিক গাড়ির লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি হবে এই কারখানায়। উৎপাদন শুরু হতে তিন বছর লাগবে। টাটা মোটরস ও জাগুয়ার ল্যান্ড রোভারের বিভিন্ন মডেলের ব্যাটারি তৈরি হবে এখানে। সরাসরি নিয়োগ করা হবে চার হাজার কর্মীকে। 

    এক মাস আগে গুজরাটের সানন্দে ব্যাটারি চালিত গাড়ির ব্যাটারি উৎপাদনের জন্য কারখানা তৈরির চুক্তিতে সই করেছে টাটা সন্স। সেখানে ১৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা করা হয়েছে। ইলেকট্রিক গাড়ির চাহিদা ভারতীয় বাজারে শতাংশের নিরিখে কম হলেও সংখ্যার নিরিখে নয়। ইলেকট্রিক গাড়ি উৎপাদনের জন্য ভারতের গাড়ি কারখানাগুলিকে চিন ও দক্ষিণ কোরিয়ার উপর নির্ভর করতে হয়। সেই নির্ভরতা কমাতে 'মেক ইন ইন্ডিয়া' কৌশল নিয়েছে টাটা। একই ভাবে ব্রিটেনে গাড়ি কারখানাকে ইলেকট্রিক গাড়ির ব্যাটারি আমদানি করতে হয় ইউরোপের বিভিন্ন দেশ থেকে। ব্ৰেক্সিটের পর ইউরোপ থেকে আসে এসব পণ্যের উপর ১০ শতাংশ বেশি কর চাপছে। ফলে ভক্সহল, পিউজ প্রভৃতি গাড়ি সংস্থা ব্রিটেনে ইলেকট্রিক গাড়ির দাম বাড়াতে বাধ্য হয়। অথচ এ বছর প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট বলছে ব্রিটেনে ৫০শতাংশ ইলেকট্রিক গাড়ি বিক্রি হচ্ছে। ফলে, গাড়ি প্রস্তুতকারী সংস্থার সমবেত চাপ পড়ে ঋষি সুনক সরকারের উপর। ব্রিটিশ সরকার জানিয়েছে, বিশেষ ভর্তুকি দিয়ে টাটা নিয়ন্ত্রিত জাগুয়ার ল্যান্ড রোভার সংস্থাকে ব্যাটারি কারখানা খোলার জন্য ৬০০ একর জমি দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে ৫০০ কোটি টাকা ভর্তুকির বিনিময়ে এই কারখানা স্পেন থেকে সরিয়ে ইংল্যান্ডে আনতে সক্ষম হয়েছেন সুনক। ব্রিটেনের চার-চাকা ক্ষেত্রে এটা এখনও পর্যন্ত সর্বাধিক বিনিয়োগ। বিপুল ক্ষমতার ব্যাটারি উদ্ভাবনী ও পরিবেশ সচেতন উপায় কারখানায় উৎপাদিত হবে। ২০৩০ সালের মধ্যে গোটা ব্রিটেনে অর্ধেক ব্যাটারি চাহিদা মেটাবে টাটাদের কারখানা। 
  • Link to this news (আজকাল)