• India-WI: দু'দেশের মধ্যে শততম টেস্ট! আত্মবিশ্বাসী ভারত, ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
    আজকাল | ২০ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ডমিনিকায় ল্যাজেগোবরে হওয়ার পর আজ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের সামনে।

    অন্যদিকে দুই টেস্টের সিরিজ জয়ের লক্ষ্যে নামবেন রোহিতরা। ইনিংস এবং ১৪১ রানে বিশাল ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামবে ভারত। ত্রিনিদাদে দুই দেশের মধ্যে শততম টেস্ট ম্যাচ। আগের ওয়েস্ট ইন্ডিজ হলে লড়াইয়ের প্রত্যাশা করা যেত। কিন্তু এই দলে কোনও ঝাঁঝ নেই। যদিও রোহিত এমন ভাবতে নারাজ। ভারতের নেতা সতর্ক। মনে করছেন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। কিন্তু পরিসংখ্যান অন্য কথা বলছে। দীর্ঘ ২১ বছর টেস্টে ভারতে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০০২ সালে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট জিতেছিল ক্যারিবিয়ানরা। তারপর থেকে প্রায় দু'দশক ধরে খরা চলছে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম নেই ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু করেছে বিশাল ব্যবধানে হেরে। দ্বিতীয় টেস্টে অন্তত কিছুটা লড়াই করার চেষ্টা করবেন ব্রেথওয়েটরা।

    প্রথম টেস্টে ডাহা ব্যর্থ ক্যারিবিয়ানদের বোলিং। একমাত্র অভিষেকে নজর কেড়েছিলেন অ্যালিক আথানেজ। ব্যাটে এবং বলে নজর কাড়েন। অন্যদিকে ভারতের হয়ে অভিষেকেই শতরান করেন যশস্বী জয়েসওয়াল। ১৭১ রানের পাশাপাশি একাধিক রেকর্ড করেন। ত্রিনিদাদেও তরুণ বাঁ হাতির দিকে নজর থাকবে। ঈশান কিষণেরও টেস্টে হাতেখড়ি হয় ডমিনিকায়।‌ কিন্তু ব্যাটিংয়ের বিশেষ সুযোগ পাননি। এদিন ব্যাটিং বিভাগে কোনও পরিবর্তন হওয়ার কথা নয়। বদল হতে পারে বোলিং বিভাগে। বোলিংয়ের ব্যাটন সামলাবেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নেন। পেস অ্যাটাক নিয়ে কিছুটা চিন্তায় শিবির। প্রথম টেস্টে ব্যর্থ হন জয়দেব উনাদকাত। তাঁর জায়গায় অভিষেক হতে পারে বাংলার মুকেশ কুমারের। আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে রোহিত জানিয়ে দেন, দলে খুব বেশি পরিবর্তন হবে না। তবে একটা-দুটো বদল দেখা যেতেই পারে। 
  • Link to this news (আজকাল)