• Asia Cup: ঘোষিত এশিয়া কাপের সূচি, সেপ্টেম্বরের শুরুতেই ক্যান্ডিতে মুখোমুখি ভারত-পাকিস্তান
    আজকাল | ২০ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন এশিয়া কাপের সূচি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

    আগামী ৩০ আগস্ট মুলতানে পাকিস্তান এবং নেপালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এসিসি জানিয়েছে, হাইভোল্টেজ ভারত পাকিস্তান দ্বৈরথ ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। এবারের ৫০ ওভারে এশিয়া কাপে অংশগ্রহণ করছে ৬টি দল। পাকিস্তান এবং শ্রীলঙ্কায় খেলা হবে এবারের টুর্নামেন্ট। এবারের এশিয়া কাপে একটি সুপার ফোর সহ ৪টে ম্যাচ খেলা হবে পাকিস্তানে। লাহোরে মুখোমুখি হবে পাকিস্তান এবং বাংলাদেশ। জানা গিয়েছে, ভারত এবং পাকিস্তান উভয়ই সুপার ফোরে উঠলে ১০ সেপ্টেম্বর ফের ক্যান্ডিতে মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

    অর্থাৎ মাত্র আট দিনের ব্যবধানে দুবার হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে পারেন সমর্থকরা। ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার আর প্রেমদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। বহু জল্পনার পর গত ১৫জুন জানানো হয় পাকিস্তান এবং শ্রীলঙ্কা উভয় দেশে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। যে কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শ্রীলঙ্কায় বেশি সংখ্যক ম্যাচ দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিল পিসিবি। কিন্তু তা ধোপে টেকেনি। উদ্বোধনী ম্যাচ আয়োজন করেই খুশি থাকতে হচ্ছে পাকিস্তানকে।
  • Link to this news (আজকাল)