• Manipur: ২ মহিলাকে বিবস্ত্র করে প্যারেড, মণিপুর কাণ্ডে ক্ষোভে ফুঁসছে দেশ
    আজকাল | ২০ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: মণিপুর কাণ্ডে উত্তাল দেশ।

    দুই মহিলাকে বিবস্ত্র করে প্যারেড, ক্ষোভে ফুঁসছে সব পক্ষ। নতুন করে উত্তেজনা মণিপুরেও। ইতিমধ্যে বাদল অধিবেশন শুরুর আগে নৃশংস ঘটনাকে 'দেশের জন্য লজ্জাজনক' বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে এই বিতর্কিত ভিডিও নিয়ে পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। টুইটার সহ  সকল সামাজিক মাধ্যমকে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, সরিয়ে নিতে হবে ওই বিতর্কিত ভিডিও।  

    মে মাস থেকে উত্তাল মণিপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে দফায় দফায় আগুন জ্বলছে সে রাজ্যে। তার মাঝেই অতি সম্প্রতি প্রকাশ্যে আসে একটি ভিডিও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মণিপুরের রাস্তায় নগ্ন করে হাঁটানো হচ্ছে দুই মহিলাকে। অভিযোগ, এই ঘটনা ৪মের। সেদিন দুই মহিলাকে প্রকাশ্যে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরাম জানিয়েছে, ঘটনাটি কঙ্গকপি জেলার। ওইদিন ২ মহিলাকে গণধর্ষণ করা হয়। ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। তৎক্ষণাৎ পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি সাফ জানিয়েছিলেন, সমাজে এই ধরণের মানুষের কোনও জায়গা নেই। ইতিমধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে থৌবাল জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত হেরাদাসকে। মণিপুরের ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন স্মৃতি ইরানি। তিনি এই ঘটনাকে 'অমানবিক' বলেছেন। স্মৃতি জানিয়েছেন, 'দুই মহিলার উপর ভয়াবহ যৌন নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা করছি।' মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গেও তিনি কথা বলেছেন ইতিমধ্যে। মণিপুরের ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে দেশের শীর্ষ আদালত। আগামী কাল শুনানি। অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি।
  • Link to this news (আজকাল)