• মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর নিন্দা প্রধানমন্ত্রীর, সমালোচনা সুপ্রিম কোর্টেরও
    বর্তমান | ২০ জুলাই ২০২৩
  • ইম্ফল: মণিপুরে বিশৃঙ্খলা যে মাত্রা ছাড়িয়েছে, তা ফের একবার স্পষ্ট হয়ে গেল। নেপথ্যে একটি নৃশংস ঘটনার ভাইরাল ভিডিও। যা সামাজিক মাধ্যম থেকে জাতীয় রাজনীতিতে ঝড় তুলেছে ইতিমধ্যেই। পাশাপাশি বেআব্রু করে দিয়েছে কেন্দ্র ও মণিপুর সরকারের প্রশাসনিক ব্যর্থতার চিত্রটিকেও। দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো ও তার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা দুমাস ধরে জানতেই পারলো না কেন্দ্র সরকার ও রাজ্য প্রশাসন। মণিপুরের এই অপরাধে সামিলরা বহাল তবিয়তে রইল এতদিন ধরে। আজ সকাল থেকেই সামাজিক মাধ্যমে ঝড়ের বেগে শেয়ার হতে থাকে ভিডিওটি। প্রথমে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী টুইটারে ঘটনাটির উল্লেখ করে লেখেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিংয়ের সঙ্গে কথা হয়েছে তাঁর। কিন্তু এরপরই জানা যায় এই ঘটনায় প্রশাসনের ব্যর্থতার বিষয়টি। প্রকৃতপক্ষে ভিডিওটি দুমাস পুরনো। মে মাসে একটি গ্রামে হামলা করে দুষ্কৃতীরা। সেখানেই গ্রামের দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়। এক ১৯ বছরের মেয়েকে গণধর্ষণও করা হয় বলে অভিযোজ। এমনকী তাঁর ভাই বাধা দিতে গেলে তাতে হত্যাও করে দুবৃত্তরা। অথচ এত বড় ঘটনা সম্পর্কে নির্বিকার ছিল প্রশাসন। এফআইআর হলেও তার ভিত্তিতে নামমাত্রও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পর যখন গোটা দেশ উত্তাল, তখম নড়েচড়ে বসেছে কেন্দ্র ও রাজ্য উভয়ই। মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং বলেছেন, 'দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। দোষীদের মৃত্যুদণ্ডের বিষয়েও ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন তিনি'। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল এই প্রথম মণিপুরের কোনও ঘটনা নিয়ে মুখ খুলতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যদিও মণিপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কিছু বলেননি তিনি। তবে তিনি বলেছেন, 'এই ধরণের ঘটনা যে কোনও সভ্য সমাজের পক্ষে লজ্জাজনক। কোথাকার ঘটনা, কারা করেছে সেটা পরের বিষয়। আমি সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলব আইনশৃঙ্খলার বিষয়ে সতর্ক হতে। বিশেষত মা বোনেদের সুরক্ষার বিষয়ে। দোষীদের মোটেই রেয়াত করা হবে না'। ঘটনার তীব্র নিন্দা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও। ঘটনাটিকে অস্বীকার্য বলে উল্লেখ করেছেন তিনি। এই বিষয়ে কেন্দ্রের কাছে স্বতঃপ্রণোদিতভাবে জবাবদিহি চেয়েছে সর্বোচ্চ আদালত। মণিপুরে সংবিধান ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে কেন্দ্রকে এই ইস্যুতে তুলোধনা করেছে কংগ্রেসও। মণিপুরের মুখ্যমন্ত্রী বলেছেন, গতকাল রাতে ঘটনার মূলচক্রিকে গ্রেপ্তার করা হয়েছে।  
  • Link to this news (বর্তমান)