• IPL 2024 Auction: শীতের কলকাতায় নিলাম যুদ্ধ? চলে এল বিরাট আপডেট, এবার ১০০ কোটির খেলা!
    ২৪ ঘন্টা | ২০ জুলাই ২০২৩
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর ২৩ ডিসেম্বর আইপিএল নিলাম (IPL 2023 Auction) হয়েছিল কোচিতে। চলতি বছর ক্রোড়পতি লিগ ১৭ বছরে পা দেবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) ভাবনা ছিল যে, নিলাম হবে ডিসেম্বরের শেষেই। কিন্তু এবার এই ভাবনা থেকে সরতে হবে বোর্ডকে। এর নেপথ্যে রয়েছে এধাধিক কারণ। সেগুলি কী কী! গতবছর ক্রিস্টমাস ইভে আইপিএল নিলাম হয়েছিল। সেসময়টা বিশ্বের বহু প্রান্ত মেতে থাকে বড়দিনের ছুটিতে। এর ফলে গতবছর নিলামে অনেক বিদেশি কোচই থাকতে পারেননি। হোটেল পেতেও সমস্যা পোহাতে হয়। এছাড়াও সেসময় ভারতীয় দল ব্যস্ত থাকবে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে। ম্য়ান্ডেলার দেশে ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে। গান্ধী-ম্যান্ডেলা ট্রফির (Gandhi-Mandela Trophy) ফ্রিডম সিরিজে (Freedom Series) খেলা হবে তিন ফরম্যাটেই।১৯৯২ সালে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তনের পর থেকে ভারতের এটি নবম সফর হতে চলেছে। ২০২১-২২ মরসুমে শেষবার ভারত টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জিতেছিল ২-১ ব্য়বধানে। ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের কাছে ভারত ০-৩ হোয়াইটওয়াশ হয়েছিল। বিশ্বকাপের পর এই সিরিজেই পাখির চোখ ভারতের।
  • Link to this news (২৪ ঘন্টা)