• হবিবপুরে আবগারি দফতরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ সহ ধৃত ২
    এই সময় | ২১ জুলাই ২০২৩
  • West Bengal News : হবিবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ ও উপকরণ সহ দু’জনকে গ্রেফতার করল আবগারি বিভাগ৷ হবিবপুর আবগারি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে হবিবপুর আবগারি বিভাগের আধিকারিক তথা সাব ইন্সপেক্টর বিষ্ণুপদ দাস সহ তাঁর সহকর্মীরা বিশেষ অভিযান চালান। হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের শ্যাম ডাঙ্গা এবং বিজইল গ্রাম, এই দুই জায়গা থেকে দুজনের কাছে তল্লাশি চালিয়ে মোট ৬০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করেন তাঁরা।

    এই দুই ব্যক্তি সাইকেল ও মোটর বাইকে করে অবৈধ চোলাই মদ পাচারের উদ্দেশ্যে বেরিয়েছিল। সেই সময় তাদের দু’জনকে ধরে ফেলেন আধিকারিকরা। মোটর সাইকেল ও সাইকেল, ৬০ লিটার চোলাই মদ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসেন। ধৃতদের প্রথমে হবিবপুর আবগারি দফতরে নিয়ে আসা হয় এবং বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর মালদা জেলা আদালতে পেশ করার জন্য নিয়ে যান বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ।

    ধৃতদের নাম সন্তোষ হাঁসদা (২৫) বাড়ি আকতৈল অঞ্চলের করনজা গ্রামে। অপরজন সুশীল মার্ডি (৫০) বাড়ি বৈদ্যপুর অঞ্চলের শ্যামডাঙ্গা এলাকায়। ধৃতদের জেরা করে তাদের নাম-ঠিকানা জানতে পারেন আবগারি বিভাগের আধিকারিকরা ৷ অভিযান চালিয়ে যে পরিমাণ চোলাই মদ ও তার বিভিন্ন উপকরণ উদ্ধার হয়েছে, তার সরকারি বাজার মূল্য প্রায় ৩৫ হাজার ৫০০ টাকা বলে আবগারি বিভাগের তরফে জানানো হয়েছে৷

    হবিবপুর আবগারি বিভাগের সাব ইন্সপেক্টর বিষ্ণুপদ দাস বলেন, 'আজ সকালে আমরা অভিযান চালিয়ে শ্যাম ডাঙ্গা এবং বিজইল এলাকা থেকে মোট ৬০ লিটার চোলাই মদ ও আরও কিছু আনুষঙ্গিক জিনিস উদ্ধার করি৷ সেই সঙ্গে তল্লাশি চালিয়ে দু’জনকে চোলাই মদ সহ গ্রেফতার করেছি৷ যা চোলাই মদ এবং তার উপকরণ উদ্ধার করেছি, তার বাজার মূল্য ৩৫ হাজার ৫০০ টাকা৷ গ্রেফতার হওয়া দু’জনকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে শারীরিক পরীক্ষা করিয়ে মালদা আদালতে পেশ করা হয়েছে৷ এখানেই শেষ নয়, চোলাই মদের বিরুদ্ধে এই অভিযান আগাতার চলতে থাকেব।'

    জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই চোলাই মদ নিয়ে অভিযোগ আসছিল এই এলাকা থেকে৷ তারপর আজ সকাল থেকে অভিযান শুরু করেন হবিবপুর আবগারি বিভাগের আধিকারিকরা৷ এতে তাঁরা সাফল্য পান বলে দাবি করেছেন৷
  • Link to this news (এই সময়)