• ওন্দায় বেহাল রাস্তায় গাছ পুঁতে, মাছ ছেড়ে প্রতিবাদ, বিক্ষোভ বাসিন্দাদের
    বর্তমান | ২৫ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: গ্রামের রাস্তা বেহাল। তারই প্রতিবাদে ‘পথ পুকুরে’ মাছ ও ধান চারা পুঁতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার ওন্দার ডালিমহরা গ্রামের বাসিন্দারা এমনভাবেই প্রতিবাদে সরব হয়েছেন। বাসিন্দাদের দাবি, রাস্তার বেহাল অবস্থায় দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এমন প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়।  বাঁকুড়া সদরের মহকুমা শাসক সুশান্তকুমার ভক্ত বলেন, ওই গ্রামের রাস্তার সমস্যা খতিয়ে দেখা হবে। যাতে ওই রাস্তাটির সংস্কার হয়, তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

    ওন্দা ২ গ্রাম পঞ্চায়েতের অধীন ডালিমহরা গ্রাম। রানিখামার থেকে ডালিমহরা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা অত্যন্ত বেহাল হয়ে রয়েছে। কাঁচা রাস্তার একাংশ খানাখন্দে ভরে গিয়েছে। সেখানে বৃষ্টির জল জমে থাকছে। তারফলে মাঝে-মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছেন বাসিন্দারা। স্থানীয়  বাসিন্দারা নিত্যদিন যাতায়াতে চরম অসুবিধার মধ্যে পড়ছেন। এর আগে তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। বর্তমানে বর্ষার সময় ওই রাস্তা দিয়ে চলাচল একেবারেই অসম্ভব হয়ে উঠেছে। তাই প্রতিবাদে এদিন বাসিন্দারা রাস্তায় জমে থাকা জলে মাছের চারা ফেলেন। একইসঙ্গে ধানের চারা পুঁতেও বিক্ষোভ দেখান। রাস্তা সংস্কারের দাবিতে এদিন ডালিমহরা গ্রামের পুরুষ ও মহিলা উভয়েই শামিল হন। 

    এক কলেজ পড়ুয়া স্বরূপ বাগদি বলেন, আমাদের গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল রয়েছে। প্রশাসনের কোনও ভ্রুক্ষেপই নেই। আমরা সাইকেল ও বাইক নিয়ে গ্রামে পর্যন্ত আসতে পারি না। পাশের গ্রামের পরিচিতদের বাড়িতে বাইক, সাইকেল রাখি। দ্রুত রাস্তা মেরামতির দাবি জানিয়েছি। 

    স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় বাগদি, পুতুল বাগদিরা বলেন, গ্রামে কেউ অসুস্থ হলে তাঁকে কাঁধে করে পাকা রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয়। বিশেষ করে সমস্যায় পড়েন প্রসূতিরা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হলেও সেগুলি গ্রামে আসতে চায় না। তারফলে পাশের গ্রাম পর্যন্ত প্রসূতিদের হেঁটে যেতে হয়।  এই অবস্থার দ্রুত অবসান হোক।
  • Link to this news (বর্তমান)