• শ্রাবণ মাসের প্রথম সোমবার বক্রেশ্বর সহ অন্যান্য মন্দিরে জল ঢালার ভিড়
    বর্তমান | ২৫ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালতে ভিড় দেখা গেল বক্রেশ্বর সহ অন্যান্য শিবমন্দিরগুলিতে। এমনিতে রবিবার সন্ধ্যা থেকেই দেখা যায় কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে খালি পায়ে ভক্তরা বেরিয়ে পড়েছেন। শিবের মাথায় জল ঢালতে ভোর থেকেই লম্বা লাইন পড়ে যায় মন্দিরগুলির সামনে। বক্রেশ্বরের পাশাপাশি সিউড়ির কড়িধ্যার ভুঁইফোরতলার শিবমন্দিরেও ভক্ত সমাগম হয়। পুরুষ ভক্তের পাশাপাশি প্রচুর মহিলারা জল ঢেলে মনস্কামনা পূরণ করেন।

    সিউড়ি শহরের উপর দিয়ে হেঁটে যাওয়া মুর্শিদাবাদ থেকে আসা ভক্তদের মধ্যে সুনীল চট্টরাজ, পশুপতি ঘোষ বলেন, আমরা প্রতিবছর বক্রেশ্বরে বাবার মাথায় জল ঢালতে আসি। কান্দি থেকে পায়ে হেঁটে আসছি। কাঁধে করে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালি। তিনি আমাদের মনস্কামনা পূরণ করেছেন। এবার বৃষ্টি না হওয়ায় গরম রয়েছে। হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছে। তবে বাবার নাম করে মনের জোর নিয়ে সোমবার সকালেই জল ঢালব। বক্রেশ্বরের দুই খুদে ভক্ত শ্রেয়াস বসু, মানবী সেন বলে, আমাদের মানত ছিল হেঁটে শিবের মাথায় জল ঢালব। বাবা-মায়ের সঙ্গে আমরাও এসেছি। মন্দিরের পুকুর থেকে জল নিয়েছি। বক্রেশ্বর মন্দিরের সেবাইত মনোরঞ্জন আচার্য বলেন, গোটা শ্রাবণ মাসজুড়েই ভক্তরা জল ঢালতে ভিড় করেন। শিব ভক্তরা এই মাসের জন্য সারাবছর ধরে অপেক্ষা করে থাকেন। অনেকেরই বিশ্বাস থাকে, এই মাসে শিবের মাথায় জল ঢাললে সমস্ত মনস্কামনা পূরণ হয়। সোমবার লাইন দিয়ে ভোর থেকে ভিড় হয়। ভক্তরা সুসজ্জিতভাবে একে একে মন্দিরের ভিতরে আসেন। এভাবে সারা মাস ধরে ভিড় হলে আশেপাশের ব্যবসায়ীদেরও কিছুটা লাভ হবে। পুলিস ও প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বক্রেশ্বর মন্দির চত্বরে বাড়তি সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। রাস্তার ধারে যত অকেজো আলো ছিল তা মেরামত করে দেওয়া হয়েছে। বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠনও ভক্তদের সমস্যায় সাহায্য করছেন। 
  • Link to this news (বর্তমান)