• ‘‌এমন মার খাবে যে এলাকায় ঢুকতে পারবে না’‌, বিজেপি নেতাদের কড়া হুঁশিয়ারি মদনের
    হিন্দুস্তান টাইমস | ২৫ জুলাই ২০২৩
  • মঞ্চটা ছিল ২১ জুলাই শহিদ দিবসের। যেখান থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার নির্দেশ দেন। তারপর তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেও জরুরি ভিত্তিতে সেটা শুনতে নারাজ বলে জানিয়ে দেন বিচারপতি। তার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত স্বস্তি পান। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি ৫ অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হবে? এই প্রশ্ন উঠছে কারণ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘেরাও অভিযানের ধরন পাল্টাতে নির্দেশ দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এবার মদন মিত্রের পাল্টা হুঁশিয়ারি রীতিমতো আলোড়ন ফেলে দিল।

    একুশে জুলাই দলের নেতা–কর্মীদের উদ্দেশে নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেদিন বলেন, ‘‌আগামী ৫ অগস্ট বিজেপির ছোট–বড়–মেজ–সেজ সব নেতাদের একটা তালিকা তৈরি করুন। বুথ, ব্লক, জেলা সর্বত্র ৫ অগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত তা চলবে। তবে বয়স্কদের ছেড়ে দেবেন।’‌ এই নির্দেশের পরই মঞ্চে উঠে তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ‘‌৫ অগস্ট অভিষেক একটা প্রোগ্রাম ঘোষণা করেছে। কিন্তু আমি বলব এটা ব্লক স্তরে করতে। বুথ স্তরে না করে সিম্বলিক করা হবে। ১০০ মিটার দূর থেকে তা করবে। যাতে বাড়ির লোকজনের যাতায়াতে অসুবিধা না হয় এবং ব্লকে ব্লকে করবে।’‌

    কিন্তু বিজেপি এই কর্মসূচি শুনে ভয় পেয়ে যায়। তারা তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়তে ছুটে যান। যদিও এই মামলা জরুরি ভিত্তিতে শোনার প্রয়োজন আছে বলে মনে করেননি বিচারপতি। তবে শুনানি হবে। এদিকে তৃণমূল কংগ্রেসের ঘেরাও কর্মসূচি নিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। সরাসরি হুমকি দিয়েছেন বিজেপি বিধায়ক। এই বিষয়ে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার হুঁশিয়ারি, ‘‌আসবে দু–পায়ে হেঁটে, আর ফিরে যাবে চারপায়ে কাঁধে করে চেপে।’‌ অর্থাৎ মেরে ফেলা হবে। এই মন্তব্য নিয়ে রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে যায়। তাহলে কি ৫ অগস্ট গ্রামবাংলার মাটি রক্তাক্ত হবে?‌ উঠছে প্রশ্ন।

    আরও পড়ুন:‌ মালদা কাণ্ডে জামিন মিলল দুই নির্যাতিতার, পুলিশের ভূমিকা নিয়ে জোর সমালোচনা

    ঠিক কী বলেছেন তৃণমূল বিধায়ক?‌ বিজেপি বিধায়কের মন্তব্য শুনে থেমে থাকেনি তৃণমূল কংগ্রেসও। এবার এই কর্মসূচি নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, ‘‌নীতিগতভাবে মমতা বলেছেন, বাড়ি ঘেরাও করতে গেলে মা–মেয়ে–বাচ্চা–বয়স্কদের ছেড়ে দিতে হবে। বাড়ি ঘেরাও ঠিক হবে না। তাই নীতিগতভাবে তৃণমূল বাড়ি ঘেরাও কর্মসূচি থেকে সরে এসেছে। আমি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ই ঘোষণা করেছেন। কিন্তু এবার বিজেপি এলে পাল্টা মার খাবে। এমন মার খাবে যে, এলাকায় ঢুকতে পারবে না।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)