• India-WI: বৃষ্টিতে শুরু হল না পঞ্চম দিনের খেলা, দ্বিতীয় টেস্ট ড্র
    আজকাল | ২৬ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: পোর্ট অফ স্পেনে বৃষ্টিতে পঞ্চম দিন এক বলও হল না।

    ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ড্র ঘোষণা করা হল। দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয় আম্পায়াররা। প্রথম টেস্ট জয়ের ফলে সিরিজ ১-০ তে জিতল ভারত। এদিন বৃষ্টির ভ্রুকুটি ছিল। সকাল থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয়। জেতার জন্য ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ২৮৯ রান। কিন্তু এদিন খেলা শুরু করাই যায়নি। খেলা শুরু হওয়ার আগে থেকেই বৃষ্টি নামে। যার ফলে দেরীতে স্টেডিয়ামে আসে দুই দলের ক্রিকেটাররা। মাঝে বৃষ্টি থামলেও মাঠ ভিজে থাকায় খেলা শুরু করা যায়নি। একটা সেশনের খেলা ভেস্তে যায়। তারপর মাঠ শুকোনোর কাজ চলাকালীনই আবার বৃষ্টি শুরু হয়। শেষপর্যন্ত আর খেলা শুরু করা যায়নি। প্রথম ইনিংসে ব্যাট করে ৪৩৮ রান তুলেছিল ভারত। শতরান করেন বিরাট কোহলি (১২১)। তার জবাবে ২৫৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ উইকেট নেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৮৮ রানে ডিক্লেয়ার করে ভারত। ৩৭১ রানের লিড নেয় টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৭৬। শেষপর্যন্ত বৃষ্টির জন্য ভেস্তে গেল ম্যাচ। 
  • Link to this news (আজকাল)