• তৃতীয়বারও ক্ষমতায় আসব, সরকারি মঞ্চে ‘গ্যারান্টি’ মোদির
    বর্তমান | ২৭ জুলাই ২০২৩
  • নয়াদিল্লি: এককাট্টা বিরোধীরা। সংসদ থেকে রাজপথ— সর্বত্র কেন্দ্রীয় সরকারকে চেপে ধরছে ২৬টি দলের মহাজোট ‘ইন্ডিয়া’। চাপের মুখে বারবারই ফিরে আসার বার্তা শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর গলায়। মঙ্গলবার সংসদীয় দলের বৈঠকে সেকথা বলেছেন। বুধবার আরও একধাপ এগিয়ে সরকারি মঞ্চে গ্যারান্টিই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি। দিল্লির প্রগতি ময়দানে নবকলেবরে আইটিপিও কমপ্লেক্স বা ভারত মণ্ডপম উদ্বোধনে এসে সাফ বললেন, ‘আমি দেশকে এই আশ্বাস দিচ্ছি যে, তৃতীয় দফায় (তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে) বিশ্বের প্রথম তিনটি বৃহত্তম অর্থনীতির একটি নাম হবে ভারত। আমার তৃতীয় দফায় গর্বের সঙ্গে মাথা তুলবে আমাদের দেশ। এটা মোদির গ্যারান্টি।’ শুধু তাই নয়, ২০২৪ সালের পর দেশে উন্নয়নের গতি আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। ‘ইন্ডিয়া’ আতঙ্ক যে তাঁকে কতটা তাড়িয়ে বেড়াচ্ছে, তা বোঝা গিয়েছে এদিনও। সরকারি মঞ্চে দাঁড়িয়ে হাতের নানা ভঙ্গি করে মোদি বলেন, ‘কয়েকজনের স্বভাবই হল খালি টিপ্পনি কাটা এবং ভালো কাজ বন্ধ করা।’ এপ্রসঙ্গে ‘কর্তব্যপথ’-এর উদাহরণও টেনে আনেন তিনি।

    কিন্তু কেন বারবার এমন ‘গ্যারান্টি’ দিতে হচ্ছে প্রধানমন্ত্রীকে? তবে কি তিনি বুঝতে পেরেছেন এবার লড়াইটা সহজ নয়? ২০২৪ সালের লোকসভা ভোটে তাঁকে বেগ দিতে কোমর বেঁধে নেমে পড়েছে বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’। মঙ্গলবারই সেই জোটকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করেছেন মোদি। সংসদের সতীর্থদের আশ্বাস দিয়েছেন, ‘বিরোধীরা দিশাহীন। আমরাই ক্ষমতায় আসব।’ তার ২৪ ঘণ্টার মধ্যে এই ‘গ্যারান্টি’। তাও আবার এমন একদিন, যেদিন বিরোধীরা তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে লোকসভায়। বিরোধীদের দাবি, ’২৪-এ পরাজয় অবশ্যম্ভাবী বুঝেই বারবার ক্ষমতায় ফেরার কথা বলতে হচ্ছে মোদিজিকে। রাজনৈতিক মহল পর্যন্ত এব্যাপারে নিঃসন্দেহ। কারণ, সত্যিই মোদি এদিন বলেছেন, ‘আমার (প্রধানমন্ত্রিত্বের) তৃতীয় দফায় ভারতবাসীর সব স্বপ্ন পূরণ হবে।’ এর মানে কী? দীর্ঘ ৯ বছর দেশবাসীর সব স্বপ্ন বাস্তব হয়নি? সেকথা কি মেনে নিলেন প্রধানমন্ত্রী?
  • Link to this news (বর্তমান)