• চাল রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা না তুললে সঙ্কটে পড়বে বহু দেশ: আইএমএফ
    বর্তমান | ২৭ জুলাই ২০২৩
  • নয়াদিল্লি: ভারত চাল রপ্তানি বন্ধ করে দিলে বিশ্বের অনেক দেশেই খাদ্য সঙ্কট দেখা দিতে পারে।  এমনকী বেড়ে যেতে পারে মুদ্রাস্ফীতিও। তাই চাল রপ্তানিতে জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া উচিত ভারতের। এমনই মন্তব্য করল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। এব্যাপারে ভারতের কাছে অনুরোধ জানানো হবে বলেও তারা জানিয়েছে।

    আইএমএফ প্রধান অর্থনীতিবিদ পিয়েরে অলিভিয়ের গৌরিঞ্চাস সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে এ ধরনের নিষেধাজ্ঞার জেরে বিপত্তি দেখা দিতে পারে। বিশ্বের বহু দেশেই সঙ্কটের ছায়া নেমে আসতে পারে। এর প্রভাব পড়বে খাদ্যসামগ্রীর দামে। ফলে আমরা ভারতকে  চাল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানাব।’

    সামনেই উৎসবের মরশুম। এই সময়ে খোলাবাজারে যাতে চালের দাম বেড়ে না যায়, সেজন্য গত ২০ জুলাই নন বাসমতি সাদা চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। যদিও খাদ্যমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রপ্তানি নীতিতে কোনওরকম পরিবর্তন আনা হয়নি। সূত্রের খবর, ভারত থেকে ফি বছর যত পরিমাণ চাল রপ্তানি হয়, তার ২৫ শতাংশই নন বাসমতি সাদা চাল। ফলে দীর্ঘদিন যদি সেই চালের রপ্তানি বন্ধ থাকে, তাহলে অনেক দেশই বিপাকে পড়তে পারে। 
  • Link to this news (বর্তমান)