• আজ পর্যন্ত স্থগিত জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা, নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের
    বর্তমান | ২৭ জুলাই ২০২৩
  • নয়াদিল্লি: জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ আজ, বৃহস্পতিবার  পর্যন্ত স্থগিতের নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রীতিনকর দিবাকর জানিয়েছেন, ২৭ জুলাই বিকেল সাড়ে তিনটেয় এই মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্ট দু’দিনের জন্য (বুধবার পর্যন্ত) সংশ্লিষ্ট সমীক্ষার উপর স্থগিতাদের দিয়েছিল। তার আগে গত শুক্রবার বারাণসীর জেলা আদালত নির্দেশ দেয়, ‘শিবলিঙ্গ’ বাদে জ্ঞানবাপী মসজিদ চত্বরের কার্বন ডেটিং পরীক্ষা করবে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। কিন্তু শর্ত, মসজিদের কোনও ক্ষতি করা যাবে না। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। এই কমিটিই জ্ঞানবাপী মসজিদের দেখভাল করে। বুধবার মসজিদ কমিটি হাইকোর্টে জানায়, বারাণসীর কাশী-বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত জ্ঞানবাপী মসজিদটি হাজার বছরের পুরনো। তাদের আশঙ্কা, বৈজ্ঞানিক সমীক্ষার কাজ শুরু হলে এই প্রাচীন মসজিদটি ভেঙে পড়তে পারে। হাইকোর্টের পাল্টা প্রশ্ন, এএসআইয়ের প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের বিশ্বাস না করলে আদালতের উপর ভরসা থাকবে কীভাবে? হিন্দু তরফের আইনজীবী বিষ্ণু জৈন জানান, ইতিমধ্যেই এএসআই আশ্বস্ত করেছে, সমীক্ষার সময়ে মসজিদের কোনও ক্ষতি হবে না। কোনওরকম খোঁড়াখুঁড়িও করা হবে না। তিনি জানান, অযোধ্যায় রামমন্দিরের ক্ষেত্রেও এএসআই একইভাবে বৈজ্ঞানিক সমীক্ষা চালিয়েছিল। এএসআইয়ের তরফে অতিরিক্ত সলিসিটার জেনারেল হাইকোর্টে জানান, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার (জিপিআর) প্রক্রিয়ায় এই সমীক্ষা চালানো হবে। তাতে মসজিদের কাঠামোর কোনও ক্ষতি হবে না। কিন্তু, এই সমীক্ষা পদ্ধতি নিয়েই গভীর ‘সন্দেহ’ প্রকাশ করেছে হাইকোর্ট। প্রধান বিচারপতি অতিরিক্ত সলিসিটর জেনারেলকে বলেন, বারাণসী থেকে এএসআইয়ের কর্তারা হাইকোর্টে এসে হলফনামা জমা দিন। সেই হলফনামায় মসজিদের বিস্তারিত বর্ণনা এবং সমীক্ষা সম্পর্কে বিশদ ব্যাখ্যা থাকবে।
  • Link to this news (বর্তমান)