• বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই অব্যাহত, বোঝাতে সিপিএমের ‘মিট দ্য ফ্যামিলি’
    বর্তমান | ২৭ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় ক্ষেত্রে একজোট হয়েছে বিরোধীরা। একছাতার তলায় এসেছে কংগ্রেস-সিপিএম-তৃণমূল। লোকসভা ভোটে এরাজ্যে কি তাহলে বিজেপি-বিরোধীদের নির্বাচনী  জোট হবে? বাংলার রাজনৈতিক মহলে এ নিয়ে চলা বিস্তর চর্চায় জল ঢেলে দিল সিপিএম। বুধবার পার্টির রাজ্য কমিটির দু’দিনের বৈঠক শেষে বিজেপি এবং তৃণমূল উভয়ের বিরুদ্ধে লড়ার নীতিতেই অনড় থাকার কথা জানিয়ে দিয়েছে আলিমুদ্দিন। তবে বিজেপি-বিরোধী দলগুলির একজোট হওয়ার ঘটনাকে হাতিয়ার করে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে গেরুয়া ব্রিগেড। সেই ‘বিভ্রান্তি’ কাটাতে সিপিএম রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আগামী একমাস ধরে ‘মিট দ্য ফ্যামিলি’ কর্মসূচি পালিত হবে। বুথ ধরে ধরে সিপিএম নেতা-কর্মীরা বোঝাবেন, তৃণমূলের সঙ্গে কোনও নির্বাচনী জোট হবে না। লোকসভা ভোটে বিজেপি এবং তৃণমূল উভয় দলের বিরুদ্ধেই লড়াই হবে। 

    চলতি মাসে অনুষ্ঠিত পঞ্চায়েত ভোটে হিংসা ও সন্ত্রাস নিয়ে বিস্তারিত আলোচনা করে সিপিএম রাজ্য কমিটি। পরে পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠকে বলেন, ‘পঞ্চায়েত ভোটে তৃণমূলের লক্ষ্য ছিল কীভাবে বিজেপিকে দ্বিতীয় করা যায়। তা নিশ্চিত করতেই বাম কর্মী-সমর্থকদের খুন করা হয়েছে।’ বিজেপি-বিরোধী জোটে তৃণমূলের ভূমিকা প্রসঙ্গে তাঁর দাবি, ‘বাংলায় বিজেপি শুয়ে পড়েছে। এখানে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বামেরা। সর্বভারতীয় ক্ষেত্রে আগেও বিরোধীরা এককাট্টা হয়েছিল কিন্তু বিজেপিকে সাহায্য করেছে তৃণমূল। ফের তা হতে পারে।’ পঞ্চায়েত ভোটে শাসক দল তৃণমূল ভোট লুট, খুন ও সন্ত্রাস করেছে—এই দাবিতে দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বামফ্রন্ট। 
  • Link to this news (বর্তমান)