• ধর্ষিতার বয়ান রেকর্ড করতে চান পুরুষ পুলিস অফিসার!
    বর্তমান | ২৭ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক নির্যাতিতার বয়ান রেকর্ড করতে চাইছেন এক পুরুষ পুলিস অফিসার। আবার এক পুরুষ অফিসারই ধর্ষণের শিকার ওই মহিলাকে মেডিক্যাল চেক-আপ করাতে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। গল্ফগ্রিন থানার এই ঘটনায় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।  গত ১৮ জুলাই ওই মহিলা ধর্ষণের শিকার হন। এরপর গল্ফগ্রিন থানায় অভিযোগ জানান। ওই মহিলার আইনজীবীর দাবি, স্বরাষ্ট্র দপ্তরের স্পষ্ট নির্দেশিকা রয়েছে, এসব ক্ষেত্রে নির্যাতিতার বয়ান রেকর্ড করবেন মহিলা পুলিস অফিসার। অভিযোগ, সেই নির্দেশিকা থাকা সত্ত্বেও মহিলার গোপন জবানবন্দি রেকর্ডের জন্য এক পুরুষ পুলিস অফিসার বার বার তাঁকে থানায় ডেকে পাঠাচ্ছেন। এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, ডেপুটি কমিশনারের নেতৃত্বে তদন্ত করবেন এক মহিলা পুলিস অফিসার। বর্তমান তদন্তকারী অফিসার কোনওভাবেই নির্যাতিতাকে তলব করতে পারবেন না। আজ, বৃহস্পতিবার ফের মামলার শুনানি।
  • Link to this news (বর্তমান)