• লালকেল্লায় শোভা পাবে দুর্গার পটচিত্র, আঁকছেন চণ্ডীপুরের ১০ চিত্রকর
    বর্তমান | ২৯ জুলাই ২০২৩
  • সংবাদদাতা, এগরা: এ বছরের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির লালকেল্লার গেটে দুর্গাপ্রতিমার পটচিত্র তৈরি হচ্ছে। সেখানেই এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করবেন। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থেকে বিশিষ্ট চিত্ৰকর নুরুদ্দিন চিত্রকরের নেতৃত্বে দশজনের একটি দল রাতদিন ধরে কাজ করে চলেছে। স্বাধীনতার পর এই প্রথম বাংলার পটচিত্র লালকেল্লায় অনুষ্ঠানে স্থান পাচ্ছে বলে দিল্লি থেকে জানালেন নুরুদ্দিন চিত্রকর। ষাট ফুট দীর্ঘ ও কুড়ি ফুট চওড়া এই পটচিত্রটিতে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহিষাসুর সহ এক কাঠামোর সাবেকি দুর্গাপ্রতিমা চিত্রিত হচ্ছে। এই কাজ শুরু হয়েছে ১৮ জুলাই। কাজ শেষ করতে হবে ১ আগস্টের মধ্যে। নুরুদ্দিন জানালেন এ আমাদের খুবই গর্বের কথা। বাংলার পটচিত্র স্থান পাচ্ছে লালকেল্লায়। সেই পটচিত্র দেখতে পাবেন সারা বিশ্বের মানুষ। 

    নুরুদ্দিন আরও জানিয়েছেন, ভারত সরকারের সংস্কৃতি ও প্রতিরক্ষা মন্ত্রক তিনমাস ধরে বিভিন্ন পটচিত্রের উপর পর্যালোচনা করার পর দুর্গাপ্রতিমার পটচিত্রটি নির্মাণের ব্যাপারে স্থির করে। এ ব্যাপারে আমাকে একমাস আগে জানানো হয়। তাঁরা আরও জানান, আপনারা যেহেতু আগে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তাই আপনাদেরই এই কাজটি করার জন্য অনুরোধ করা হচ্ছে। সেই কাজ আমরা অর্থাৎ আমার স্ত্রী কল্পনা চিত্রকর, মুসলেম চিত্রকর, মোমেনা চিত্রকর, চিন্টু চিত্রকর, মুক্তার চিত্রকর, বাপ্পা চিত্রকর, রোজিতা চিত্রকররা উপস্থিত হই। প্রতিদিন এই কাজ পর্যবেক্ষণের জন্য ভারত সরকারের সাংস্কৃতিক ও প্রতিরক্ষা দপ্তরের আধিকারিকরা এসে আমাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, ২০১৬ সালে কল্পনা চিত্রকর ও ২০১৭ সালে নুরুদ্দিন চিত্রকর পটচিত্রের কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পান। এছাড়া তাদের এই দলে প্রায় সবাই হয় রাজ্য না হলে জেলা স্তরে বিভিন্ন পুরস্কার পেয়েছেন। নুরুদ্দিন চিত্রকরের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের হবিচক গ্রামে। তিনি দশ বছর বয়স থেকে প্রায় তিরিশ বছর এই কাজে যুক্ত আছেন। ছবি: চন্দ্রভানু বিজলি 
  • Link to this news (বর্তমান)