• Train: দেড় ঘন্টা আগে ছাড়ল ট্রেন, ৪৫ যাত্রীকে ফেলেই ছুটল গোয়া এক্সপ্রেস
    আজকাল | ২৯ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ‌‌ভারতীয় রেলের বিরল নজির।

    নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা আগে ছেড়ে দিল ট্রেন। ‌৪৫ জন যাত্রীকে না নিয়েই ছুটল দিল্লিগামী ভাস্কো দা গামা নিজামুদ্দিন–গোয়া এক্সপ্রেস। 
    বৃহস্পতিবার সকাল ৯.০৫ মিনিটে মহারাষ্ট্রের মনমাদ জংশনে গোয়া এক্সপ্রেস এসে পৌঁছয়। ৯.১০ মিনিটে স্টেশন ছেড়ে চলে যায়। অন্যদিকে স্টেশনে অপেক্ষারত কোনও যাত্রীদের কাছেই সেই খবর ছিল না। পরে উত্তেজিত যাত্রীরা স্টেশন ম্যানেজারের অফিসে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিকল্প ব্যবস্থার দাবি জানান। রেল আধিকারিক সূত্রে খবর, ‘‌যে সমস্ত যাত্রীরা গোয়া এক্সপ্রেসে চড়তে পারেননি, পরে তাঁদের মুম্বই–হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেসে তুলে দেওয়া হয়।’‌ উল্লেখ্য, ভুসাওয়াল জংশন পর্যন্ত দুটি ট্রেন একই রুটে যায়। এরপর, মনমাদ এবং ভুসাওয়াল জংশনের মাঝে জলগাঁও স্টেশনে গোয়া এক্সপ্রেসটিকে আটকানো হয়, যতক্ষণ না পর্যন্ত গীতাঞ্জলি এক্সপ্রেসটি ওই স্টেশনে এসে পৌঁছয়। পরে গোয়া এক্সপ্রেসটি স্টেশনে এলে ওই ৪৫ জন যাত্রীকে ওই ট্রেনে তুলে দেওয়া হয়। 
  • Link to this news (আজকাল)