• Asian Games: এশিয়ান গেমসের তালিকায় নেই সুনীলের নাম, হস্তক্ষেপ ফেডারেশন সভাপতির
    আজকাল | ৩০ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: অনেক কাঠখড় পুড়িয়ে এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র সংগ্রহ করেছে ভারতের পুরুষ এবং মহিলাদের ফুটবল দল।

    সুনীল ছেত্রীকে অধিনায়ক করে দল পাঠানোর কথা ভেবেছে ফেডারেশন। নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব-২৩ ফুটবলাররা এই টুর্নামেন্টে অংশ নেয়। কিন্তু তিনজন সিনিয়রকে খেলানো যাবে। তাই সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গন এবং গুরপ্রীত সিং সান্ধুকে রেখেই দল গড়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আয়োজকদের কাছে পাঠানো তালিকায় নাম নেই সুনীল ছেত্রীর। নেই সন্দেশ এবং গুরপ্রীতও। তবে এখনই আশঙ্কার কোনও কারণ নেই। জানা গিয়েছে, আইওএ এবং ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ব্যক্তিগতভাবে এশিয়ান গেমস আয়োজকদের কাছে অনুরোধ জানিয়েছেন এই তিনজনকে 'বিশেষ ক্ষেত্রে' খেলার অনুমতি দেওয়ার জন্য। এই মর্মে আয়োজকদের চিঠিও পাঠানো হয়েছে। এই তিন সিনিয়র ফুটবলারের এশিয়ান গেমসে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিলই। আয়োজকদের নাম পাঠানোর শেষ দিন ছিল ১৫ জুলাই। যার ফলে সুনীল সহ বাকি দু'জনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যায়নি। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, 'আমরা জানতাম না তিনজনের নাম এশিয়ান গেমসের আয়োজকদের পাঠানো মূল তালিকায় ছিল না। এটা জানার পর আমি ব্যক্তিগত উদ্যোগে নিয়েছি এই তিনজনকে খেলানোর। ফেডারেশনের সভাপতি হিসেবে আমার এই বিষয়ে হস্তক্ষেপ করা দরকার।' ফেডারেশন সভাপতির আশা, এশিয়ান গেমসে এই তিন সিনিয়র ফুটবলারকে খেলানো যাবে। 
  • Link to this news (আজকাল)