• Buddhadeb Bhattacharjee: নন-ইনভেসিভ ভেন্টিলেশনে বুদ্ধদেব ভট্টাচার্য, এখন কেমন আছেন?
    আজকাল | ৩০ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ফুসফুসের সংক্রমণ এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শনিবার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

    বর্তমানে রয়েছেন ৫১৬ নম্বর কেবিনে। 

    হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য কার্ডিওলজিস্ট-সহ ৮ জন চিকিৎসককে নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ডে রয়েছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী, ধ্রুব ভট্টাচার্য, সৌতিক পণ্ডা, সুস্মিতা দেবনাথ, আশিস পাত্র, অঙ্কন বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডল। তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের যাবতীয় শারীরিক পরীক্ষা করানো হয়েছে। রিপোর্টের জন্য অপেক্ষা করছেন চিকিৎসকরা। 

    সিপিএম নেতা রবীন দেব জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। অক্সিজেনের মাত্রা খানিকটা স্বাভাবিকের পথে। রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। 
  • Link to this news (আজকাল)