• International Tiger Day: চিড়িয়াখানায় বিশ্ব বাঘ দিবস
    আজকাল | ৩০ জুলাই ২০২৩
  • লক্ষ্মী পাল: ২৯ শে জুলাই প্রতি বছর বিশ্ব বাঘ দিবস পালিত হয়।

    এবছর বিশ্ব বাঘ দিবস বেশ সমারোহের সঙ্গেই হল কলকাতার চিড়িয়াখানায়। প্রথমবার ইন্ডিয়ান মিউজিয়াম এবং কলকাতার জুওলজিক্যাল গার্ডেনের যৌথ উদ্যোগে পালিত হল বাঘ দিবস। ছিল কুইজ কম্পিটিশন, যেমন খুশি সাজোর মত ইভেন্ট। প্রদর্শিত হয় বাঘ সংরক্ষণের ওপর একটি তথ্যচিত্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিড়িয়াখানার ডিরেক্টর তাপস দাস, ইন্ডিয়ান মিউজিয়ামের তরফ থেকে সায়ন ভট্টাচার্য, অভিনেতা বাদশা মৈত্র, অভিনেতা এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সব্যসাচী চক্রবর্তী, এবং শের সংগঠনের তরফ থেকে সুচন্দা কুণ্ডুর মত বিশিষ্টজনেরা। তপেশ দাস বলেন, 'বিশ্ব বাঘ দিবসে আমরা বাঘের সংখ্যা যাতে বৃদ্ধি পায় সেদিকে নজর দেব। চেষ্টা করতে হবে যেন শুধু আজকের দিনটা নয় প্রতিদিন যেন আমাদের টাইগার ডে হয়।' 

     

    সব্যসাচী চক্রবর্তীর বক্তব্যে বাঘ সংরক্ষণের বিষয়টি বেশি জোরাল ছিল। অনুষ্ঠানের অন্যতম চমক ছিল যেমন খুশি সাজো। এতে বিভিন্ন স্কুল থেকে আগত খুদেরা বাঘ সেজে অংশগ্রহণ করে। কেউ কবিতা কেউ বা আবার ছোট্ট দুলাইনের বক্তব্যের মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করে।

     
  • Link to this news (আজকাল)