• মাছ নয়, মৎসজীবীদের জালে উঠল পঞ্চায়েত ভোটের ব্যালট বক্স! করণদিঘিতে ব্যাপক চাঞ্চল্য
    প্রতিদিন | ৩০ জুলাই ২০২৩
  • শংকরকুমার রায়, রায়গঞ্জ: রাজ্যে পঞ্চায়েত ভোট পর্ব মিটে গিয়েছে প্রায় দু?সপ্তাহ হল। তারপর ব্যালট বক্স নিয়ে শোরগোলের শেষ নেই। এবার মৎস্যজীবীদের জালে উদ্ধার ব্যালট বক্স। আর তা নিয়ে উত্তর দিনাজপুরের করণদিঘির বাজারগাঁও ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলুয়ায় জোর হইচই।

    মৎস্যজীবীরা জানান, ?আমরা প্রায়ই মাছ ধরি। শনিবারও ধরছিলাম। এদিন দেখি জাল বেশ ভারী। ভেবেছিলাম বড় কোনও মাছ রয়েছে জালে। তবে জাল তুলে দেখি একটি ব্যালট বক্স।? পঞ্চায়েত নির্বাচনে এই বুথে অশান্তির ঘটনা ঘটে। পুনর্নির্বাচনও হয়। তারপরও ব্যালট বক্স কীভাবে পুকুরে এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ওই ব্যালট বক্সটি ডালখোলা থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে।

    ব্যালট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বলেন, ?এরকম একটা নয়, জেলার অনেক ব্যালট বাক্স উধাও করে বিরোধী প্রার্থীদের হারানো হয়েছে।? কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, ?করণদিঘিতে ভোট লুট হয়েছে, তা এখন ধীরে ধীরে ব্যালট বাক্স উদ্ধারে প্রমাণ হচ্ছে।?

    বিরোধীদের সমালোচনায় কান দিতে নারাজ ঘাসফুল শিবির। তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ?উদ্ধার হওয়া ব্যালট বক্স পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। তারপর পুলিশ তদন্ত করলেই সব বেরিয়ে আসবে।?
  • Link to this news (প্রতিদিন)