• শীতলকুচির রথেরডাঙা বাজারে মিলছে না পানীয় জল
    বর্তমান | ৩০ জুলাই ২০২৩
  • সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি ব্লকের বিভিন্ন চৌপথিতে বাজার বসে। এরমধ্যে উল্লেখযোগ্য চৌপথি বাজার রথেরডাঙা। ব্যবসায়ী ও বাসিন্দাদের জন্য পানীয় জল পরিষেবা দিতে একটি রিজার্ভার তৈরি করা হয়েছিল। ২০২২ সালে শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের অর্থে রিজার্ভারটি তৈরি করা হয়। বেশ কয়েকমাস ভালোভাবে পরিষেবা মিললেও এখন মিলছে না পানীয় জল। 

    স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, প্রায় দু’মাস ধরে বিকল হয়ে রয়েছে রিজার্ভারটি। এমন অবস্থায় সমস্যায় পড়ছেন ব্যবসায়ী থেকে বাসিন্দারা। দু’মাস হলেও কেন তা সংস্কার করা হচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সকলে। 

    রথেরডাঙা চৌপথির ব্যবসায়ী মোস্তাকিন মিয়াঁ, রাহুল মিয়াঁ বলেন, রথেরডাঙা চৌপথিতে আমরা প্রতিদিন বহু ব্যবসায়ী মাছ, সব্জি সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করতে আসি। তীব্র গরমে পানীয় জলের জন্য নাজেহাল হতে হচ্ছে আমাদের। কয়েকমাস রিজার্ভার থেকে জল পেলেও দু’মাস থেকে জল পাওয়া যাচ্ছে না। রিজার্ভারটি সংস্কারের কোনও উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। রিজার্ভারটি দ্রুত সংস্কার করার ব্যাপারে প্রশাসনকে আবেদন জানাচ্ছি। 

    শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস জানান, ব্যবসায়ীরা এখনও আমাকে বিষয়টি জানাননি। তবে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।  
  • Link to this news (বর্তমান)