• পঞ্চায়েতে বোর্ড গঠনের লড়াইয়ে এগিয়ে তৃণমূল
    বর্তমান | ৩০ জুলাই ২০২৩
  • সংবাদদাতা, কান্দি: শুক্রবার রাতে বড়ঞার কল্যাণপুর-২ পঞ্চায়েতের কংগ্রেসের দু’জন ও এক নির্দল সদস্য তৃণমূলে যোগদান করলেন। ফলে পঞ্চায়েতের ১৪টি আসনের মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে সাত হল। বড়ঞা ব্লক তৃণমূল কার্যালয়ে ওই তিন সদস্য তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে ব্লক তৃণমূল সভাপতি রবীনকুমার ঘোষ দলের পতাকা তুলে দেন। এনিয়ে শাসকদলের তরফে পঞ্চায়েতে বোর্ড গঠনের দাবি করা হলেও পিছু হটতে রাজি নয় কংগ্রেস-বিজেপি। তৃণমূলকে বোর্ড গঠন করতে দেওয়া হবে না বলে তারা জানিয়েছে।

    প্রসঙ্গত, পঞ্চায়েতের ১৪টি আসনের মধ্যে তৃণমূল চারটি, কংগ্রেস তিনটি, বিজেপি চারটি, সিপিএম দু’টি ও নির্দল একটিতে জয়ী হয়। এর ফলে ত্রিশঙ্কু হয়ে পড়ে পঞ্চায়েত। বোর্ড গঠন নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। পঞ্চায়েতে বোর্ড গঠন কোন দল করবে, তা নিয়ে বাসিন্দারাও ধন্দে পড়ে যান। শুক্রবার তিন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বোর্ড গঠনের ক্ষেত্রে শাসকদল অনেকটাই এগিয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এখনও সংখ্যাগরিষ্ঠতা পায়নি তৃণমূল। 

    বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি বলেন, ওই পঞ্চায়েতে তৃণমূল বোর্ড গঠন করবে। কারণ, আরও দুই সদস্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা খুব তাড়াতাড়ি আমাদের দলে আসতে চলেছেন।

    বড়ঞা ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক বলেন, ভয় ও প্রলোভনে পড়ে অনেকে তৃণমূলে যোগ দিলেও বোর্ড গঠনের দিনে অন্য ছবি দেখা যাবে। তৃণমূলের সদস্যরাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। স্থানীয় বিজেপি নেতা তথা দলের মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা সহ সভাপতি সুখেনকুমার বাগদি বলেন, শুধু ওই পঞ্চায়েতে নয়, যেখানে যেখানে সম্ভব আমরা তৃণমূলকে বোর্ড গঠন করতে দেব না। এজন্য যা করতে হয় করব।
  • Link to this news (বর্তমান)