• ৬৩ বছর বয়সে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় ৪টি স্বর্ণপদক জয়
    বর্তমান | ৩০ জুলাই ২০২৩
  • সংবাদদাতা, কাটোয়া: নেপালে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দৌড়ে চারটি স্বর্ণপদক জয় করে আনলেন কাটোয়ার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অজয়কুমার মণ্ডল। তেষট্টি বছর বয়সেও আন্তর্জাতিক স্তরে তাঁর এমন সাফল্যে উচ্ছ্বসিত কাটোয়া শহরের বাসিন্দারা। অজয়বাবু বলেন, দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া আমার নেশা। আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করে স্বর্ণপদক আনতে পেরেছি, এর থেকে আনন্দের আর কিছুই নেই। নেপালের পোখরা শহরের রঙ্গশালা স্টেডিয়ামে ২৩ থেকে ২৬ জুলাই অ্যাথলেটিক্সের আয়োজন করা হয়। ইয়ুথ স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে নেপাল ন্যাশনাল গেমস চ্যাম্পিয়নশিপে পাঁচটি দেশ অংশগ্রহণ করে। নেপাল, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান নিয়ে প্রায় ১২০০ জন প্রতিযোগী এখানে অংশ নেন। ৩৫ বছর থেকে ৭০ বছর পর্যন্ত নিয়ে মোট ৮টি গ্রুপে প্রতিযোগিতা হয়। সেখানে ৪০০, ৮০০, ১৫০০ মিটার দৌড়ে প্রথম স্থান দখল করে তিনটি স্বর্ণপদক পান অজয়বাবু। আর রিলে দৌড় প্রতিযোগিতাতেও প্রথম স্থান দখল করে একটি স্বর্ণপদক পান। ভারতের হয়ে বিভিন্ন বিভাগে ৫৬ জন অংশ নিয়েছিলেন। কাটোয়ার কোশীগ্রাম ইউনিয়ন ইন্সটিটিউশনের প্রাক্তন শারীরশিক্ষা বিষয়ের শিক্ষক অজয়বাবু তিন বছর আগে অবসর নেন। কাটোয়া শহরে তিনি স্ত্রী লক্ষ্মী দেবী ও এক ছেলে অরিজিৎকে নিয়ে থাকেন। অবসরের পর ছোট ছেলেমেয়েদের জন্য একটি ফিটনেস স্কুল খুলেছেন।  পদক হাতে অজয়কুমার মণ্ডল।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)