• রাজ্যে ‘শ্যাডো পঞ্চায়েত’ গঠনের ডাক আলিমুদ্দিনের
    বর্তমান | ৩০ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেশ কিছুদিন হল, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু গণনা সহ ভোটপ্রক্রিয়া নিয়ে নিত্যনতুন অভিযোগও অব্যাহত। ভোট পরবর্তী হিংসার ঘটনা চলছে বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, আদালতের নির্দেশের উপর নির্ভর করছে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ। এই আবহে রাজ্যজুড়ে ‘শ্যাডো পঞ্চায়েত’ গঠনের ডাক দিল সিপিএম। শনিবার পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘ভোটের আগেই আমরা বিকল্প পঞ্চায়েত গঠনের ডাক দিয়েছিলাম। গোটা রাজ্যে প্রশাসনকে হাতিয়ার করে তৃণমূল ভোট লুট করেছে। আমাদের জয়ী প্রার্থীদের শংসাপত্র দেয়নি। আদালতে প্রতিদিন শাসক দলের দুর্নীতি উঠে আসছে। এই পরিস্থিতিতে আমাদের কর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যেক বুথে শ্যাডো পঞ্চায়েত গঠন করবেন।’ 

    বিষয়টি ব্যাখ্যা করে সেলিম জানান, বাম ও সহযোগী দলের জয়ী এবং পরাজিত সব প্রার্থীই এলাকার মানুষকে নিয়ে গঠন করবেন ‘ছায়া পঞ্চায়েত’। মানুষের যে কোনও প্রয়োজনে পাশে থাকবে তারা। সেই সঙ্গে তৃণমূল ও বিজেপির নীতির বিরোধিতাও করবে। তাঁর কথায়, ‘ছাত্র রাজনীতি করার সময় মৌলানা আজাদ কলেজে আমরা ছায়া ছাত্র সংসদ গঠন করেছিলাম। তখন ভোট না হওয়ায় আমাদের কলেজে ছাত্র সংসদ ছিল না। ছাত্রছাত্রীদের নানা সমস্যা শোনায় কেউ ছিল না। আমাদের সেই শ্যাডো ছাত্র সংসদ সফল হয়েছিল। সেই মডেলেই রাজ্যে গঠিত হবে ছায়া পঞ্চায়েত।’ কোনও সরকারি সুবিধার আবেদন করতে ফর্ম পুরণ, রেশন কার্ড, জন্ম-মৃত্যুর শংসাপত্রের আবেদন ইত্যাদি নানা কাজে এই শ্যাডো পঞ্চায়েত মানুষকে উন্নত পরিষেবা দিতে সক্ষম হবে বলে দাবি করেন এই সিপিএম নেতা। 
  • Link to this news (বর্তমান)