• তদন্তে গিয়ে বৃদ্ধ দম্পতির টাকা লুঠের অভিযোগ, খড়দা থানার SIকে ক্লোজ করল আদালত
    হিন্দুস্তান টাইমস | ৩০ জুলাই ২০২৩
  • বধূ নির্যাতনের তদন্তে গিয়ে বৃদ্ধ দম্পতির বাড়ি লুঠপাটের দায়ে এক সাব ইন্সপেক্টরকে ক্লোজ করার নির্দেশ দিল আদালত। খড়দা থানার ওই সাব ইন্সপেক্টরের নাম বিমল দত্ত। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

    গত ২৬ জুন প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় নামে এক মহিলা খড়দা থানায় স্বামী রাহুল মুখোপাধ্যায়, শ্বশুর গৌতম মুখোপাধ্যায় ও শাশুড়ি লেখা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্তকারী অফিসার ছিলেন বিমলবাবু। অভিযোগ, তদন্ত করতে গৌতমবাবুদের বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে আলমারি তল্লাশির নামে দেড় লক্ষ নগদ লুঠ করে চম্পট দেন তিনি। সঙ্গে আরও অভিযোগ, কোনও অনুমতি ছাড়া বৃদ্ধ ও বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেন তিনি।

    এই ঘটনায় সুবিচারের আবেদন নিয়ে বারাকপুর আদালতে হাজির হন গৌতমবাবু ও লেখাদেবী। সেই মামলার রায়ে বিচারক অভিযুক্ত বিমল দত্তকে ক্লোজ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অ্যাকাউন্ট ফ্রিজ করে তিনি বাড়াবাড়ি করেছেন বলে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)