• Anubrata Mondal : অন্য বেঞ্চে শুনানি? কেষ্টর আর্জিতে রায়দান ১৭ অগস্ট
    এই সময় | ০২ আগস্ট ২০২৩
  • এই সময়, নয়াদিল্লি: বিচারক রঘুবীর সিংয়ের পরিবর্তে অন্য কোনও বিচারকের বেঞ্চে শুনানি হোক। গোরু পাচার মামলায় দিল্লির তিহার জেলে বন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই আবেদন করেছিলেন। শুনানি শেষে দিল্লির রাউজ় অ্যাভিনিউ আদালতের ডিস্ট্রিক্ট জাজ অঞ্জু বাজাজ চাঁদনা মঙ্গলবার কোনও রায় দেননি। আগামী ১৭ অগস্ট রায় দেবেন তিনি।

    কেষ্টর বক্তব্য ছিল, বিচারক রঘুবীর সিংয়ের বেঞ্চে তাঁর মামলার সুবিচার সম্ভব নয়। মঙ্গলবার শুনানিতে ইডির আইনজীবী দাবি করেন, অনুব্রত এতটাই প্রভাবশালী যে, তাঁর মামলা অন্যত্র স্থানান্তর হয়ে যদি তিনি জামিন পেয়ে যান, তা হলে গোটা তদন্ত প্রক্রিয়াকেই প্রভাবিত করতে পারেন৷ অনুব্রতর আইনজীবী রেবেকা জন, মুদিত জৈন এবং সম্পৃক্তা ঘোষালদের পাল্টা যুক্তি ছিল, রাউজ় অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে অনুব্রতর মামলার যথাযথ শুনানি করা হয়নি৷ অনুব্রতর আইনজীবীরা বারবার তাঁর মেডিক্যাল রেকর্ড দাবি করার পরেও তা দেওয়া হয়নি।
  • Link to this news (এই সময়)