• সিসি ক্যামেরা ও বিদ্যুতের তারে ঢেকেছে রাস্তার বাতিস্তম্ভ, ক্ষোভ
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • সংবাদদাতা, বজবজ: মহেশতলা, বজবজ ও পুজালি– তিনটি পুরসভা এলাকাতেই প্রধান সড়ক বিবিটি রোড। কিন্তু এই মূল রাস্তার উভয় দিকের বাতিস্তম্ভগুলি এখন তারের জালে বন্দি। এমনিতে সিইএসসির বিদ্যুতের তার রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে কেবল ও প্রতিটি থানার সিসিক্যামেরার তারের জঙ্গল। এদিকে, এই বর্ষার সময় জলে ভিজে অনেক বাতিস্তম্ভই বিদ্যুৎবাহী হয়ে পড়ে। ফলে সেগুলিতে থাকা সিসিক্যামেরা ও কেবলের যন্ত্রপাতির কোনও ত্রুটি দেখা দিলে, তা মেরামত করতে গিয়ে সমস্যা হচ্ছে। কিছুদিন আগে সিসিক্যামেরার ঠিক করার জন্য বাতিস্তম্ভে হাত দিতেই ছিটকে পড়ে গিয়েছিলেন এক মিস্ত্রি।

    প্রসঙ্গত, বর্ষায় জল লেগে সিসিক্যামেরার অধিকাংশ যন্ত্র বিকল হয়ে যায়। এখন সেগুলি মেরামত করতে গিয়ে সমস্যা হওয়া নিয়ে উদ্বিগ্ন বজবজ, পুজালি ও মহেশতলা পুরসভা কর্তৃপক্ষ। কীভাবে এই সমস্যা মেটানো  যায়, তা নিয়ে ইতিমধ্যেই তারা আলোচনা করেছে। পুজালি পুরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস বলেন, এটা সত্যিই উদ্বেগের বিষয়। কারণ সিসিক্যামেরাগুলি মেরামত করতে হবে। এদিকে, সিইএসসি বার বার প্রচার করে যাচ্ছে, বর্ষার সময় বাতিস্তম্ভ থেকে দূরে থাকুন। এখনও পর্যন্ত আমাদের পুর এলাকায় এই নিয়ে কোনও ঘটনা ঘটেনি। তবুও এনিয়ে আলোচনা করব আমরা। কীভাবে বাতিস্তম্ভ থেকে কেবল ও সিসিক্যামেরা আলাদা করা যায়, এটাই ভাবার সময় এসেছে। বাতিস্তম্ভ থেকে এই তারের জঙ্গল সরাতে পারলে বিপদটা অনেকটা কমে যাবে। বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, এটা সিইএসসির বিষয়। কারণ বাতিস্তম্ভ ও বিদ্যুতের তার ওদের। এই কারণেই কয়েকটি জায়গাতে মাটির তলা দিয়ে কেবল নিয়ে যাওয়া হয়েছে। তবে এটা খুবই খরচ সাপেক্ষ। তাই সব জায়গাতে করা যায়নি। আমরাও কেবলের তার ও সিসিক্যামেরার জন্য পুলিসের সঙ্গে কথা বলছি। চেষ্টা করছি যাতে, সিইএসসির বাতিস্তম্ভ বাদ দিয়ে নিরাপদ কোনও কিছুকে সিসিক্যামেরা বসানো এবং কেবলের তার ঝোলানোর জন্য ব্যবহার করা হয়। এতে বর্ষার সময় বিপদের আশঙ্কা কমে যাবে। মহেশতলা পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস হালদার বলেন, এটা নিয়ে সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। 
  • Link to this news (বর্তমান)