• Manipur: ‌মণিপুর থেকে বাংলায় পাচার হচ্ছিল বিপুল পরিমাণ মাদক, উত্তরবঙ্গে বাজেয়াপ্ত করল এসটিএফ 
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: দেড় কোটি টাকা মূল্যের বেআইনি মাদক বাজেয়াপ্ত করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

    বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোচবিহারের কোতোয়ালি থানার রেলগুমটির কাছে এই মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলে এসটিএফ জানায়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আব্দুল মতলিব এবং ইয়ানুর রহমান নামে দুই অভিযুক্তকে। মণিপুর থেকে একটি ট্রাকে করে এই মাদক রাজ্যে নিয়ে আসা হচ্ছিল বলে এসটিএফ জানিয়েছে। ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে চার কেজিরও বেশি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ১২০ গ্রাম ব্রাউন সুগার। 
    এসটিএফের একটি সূত্র জানিয়েছে, এই রাজ্য এবং দেশের বাকি রাজ্যের মাদক কারবারিদের কাছে মাদকের একটি বিরাট অংশ মণিপুর থেকে আসে। মায়ানমার সীমান্ত দিয়ে মণিপুরে ঢোকার পর সেখান থেকে মাদক পাচার হয় অন্যান্য রাজ্যে। মণিপুরে গোলমালের জন্য মাঝে কিছুদিন এই কারবারিরা কিছুটা কোণঠাসা থাকলেও ফের তারা আবার সক্রিয় হয়ে উঠেছে বলে ওই সূত্রটির দাবি। 
    জানা গিয়েছে, ট্রাকে রাখা অতিরিক্ত একটি টায়ারের ভেতর রাখা ছিল ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগার ছিল আব্দুল মতলিবের সঙ্গের একটি ব্যাগে‌। কোচবিহারের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে এসটিএফ।
  • Link to this news (আজকাল)