• সকাল থেকে আকাশের মুখ ভার! কিন্তু বাতাসে থাকুক হাসির মজা! পড়ুন দিনের সেরা ৬ জোকস
    হিন্দুস্তান টাইমস | ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১। ছেলে: মা, আমার বন্ধুরা আজ বাড়িতে আসবে, আমার খেলনাগুলো লুকিয়ে রেখো।

    মা: কেন? তোর বন্ধুরা কি চোর? ছিঃ! তুই আমার ছেলে হয়ে চোরেদের সঙ্গে বন্ধুত্ব করেছিস?

    ছেলে: না, মা তুমি ভুল বুঝছ! ওরা চোর না! খেলনাগুলো আলমারিতে লুকিয়ে না রাখলে ওরা নিজেদের খেলনা চিনে ফেলবে!

    (২। বউ: এই আজ তো আমাদের প্রথম বিবাহ বর্ষিকী। আমরা আজ কী করব?

    বর: এসো, আমরা দু’মিনিট দাড়িয়ে নিরবতা পালন করি।

    (৩। ইন্টারভিউ বোর্ডে প্রার্থীকে বলছেন কর্মকর্তা, ‘আমাদের এখানে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হবে।’

    প্রার্থী: সে ক্ষেত্রে আমিই বোধহয় আপনার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রার্থী।

    কর্মকর্তা: কীভাবে?

    প্রার্থী: আমি গত চার মাসে ১০ বার চাকরি বদল করেছি।

    (৪। ডাক্তার: কী সমস্যা আপনার?

    রোগী: ডাক্তারবাবু, আমি সহজে কিছু মনে করতে পারি না। আমার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে।

    ডাক্তার: আপনার বয়স কত?

    রোগী দীর্ঘ ক্ষণ আঙুলের কর গুনলেন। ফোন বার করে ক্যালকুলেটরে কী যেন হিসাব কষলেন, তারপর বললেন, ‘২২ বছর’।

    ডাক্তার: আপনার উচ্চতা কত?

    রোগী ব্যাগ থেকে দৈর্ঘ্য মাপার ফিতা বের করলেন, নিজের উচ্চতা মেপে বললেন, ‘৫ ফুট ৫ ইঞ্চি’।

    ডাক্তার: আপনার নাম কী?

    রোগী চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। বিড়বিড় করে দুলে দুলে কী যেন গান গাইলেন, তারপর হেসে বললেন, ‘দুঃখিত, নামটা মনে করে নিলাম। আমার নাম শ্যামল’।

    ডাক্তার: ভালো। কিন্তু নিজের নাম মনে করার জন্য কিছু ক্ষণ আগে আপনি কী করছিলেন?

    রোগী: আমার জন্মদিনে বন্ধুরা যে গানটা গেয়েছিল, সেটা মনে করার চেষ্টা করছিলাম।

    ডাক্তার: কোন গান?

    রোগী: হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার শ্যামল।

    (৫। সদ্য মা হয়েছেন এমন একজন: আপনি যে আমার শিশু পরিচর্যার কাজ করবেন বলছেন, আপনার কি শিশু সম্পর্কে কোনও অভিজ্ঞতা আছে?

    নার্স: অবশ্যই, আমি নিজেই তো এক সময় শিশু ছিলাম।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)