• মৃত ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
    দৈনিক স্টেটসম্যান | ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • ভারত:- বেশ কিছু জায়গায় নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মৃত ভোটারদের নাম। যদিও এবার আগে থেকেই সজাগ দৃষ্টি রাখবেন নির্বাচন কমিশন। সূত্রের খবর, মৃত ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ওড়িশার ভোটার তালিকায় অন্তত ৩.৪৫ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে। এইসব নাম মুছে ফেলতে নির্বাচন কমিশন জেলা শাসকদের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক নিকুঞ্জ বিহারী ধল ৩০টি জেলার জেলাশাসক এবং রাজস্ব বিভাগীয় কমিশনার এবং অন্য উচ্চপদস্থ কর্তাদের এব্যাপারে অবহিত করেছেন। জানা গিয়েছে, সরকারি সভার উল্লেখ করা হয়েছে ভোটার তালিকায় ৩.৪৫ লক্ষ মৃত ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশন জেলাশাসকদের ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। ভোটার তালিকা সংশোধনের জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহারের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতেও বলা হয়েছে। সূত্রের খবর, এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এটি ২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে নিয়মিত বৈঠক করা হবে। উল্লেখ করা প্রয়োজন আগামী বছরের মার্চ-এপ্রিলে রাজ্য বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই সময়েও লোকসভা নির্বাচনও হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)