পুরুল্যায় গয়নার দোকানে ডাকাতিতে গ্রেফতার আরও ৩, উদ্ধার হল কোটি টাকার গয়না
হিন্দুস্তান টাইমস | ১৯ সেপ্টেম্বর ২০২৩
পুরুল্যায় সেনকো গোল্ডের শো-রুমে ডাকাতির ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। সঙ্গে প্রায় কোটি টাকা মূল্যের গয়না উদ্ধার করেছেন তদন্তকারীরা।
গত ২৯ অগাস্ট একই সময় একই সঙ্গে রানাঘাট ও পুরুল্যায় সেনকো গোল্ডের শো রুমে ডাকাতি হয়। রানাঘাটের ঘটনায় দুষ্কৃতীরা সঙ্গে সঙ্গে ধরা পড়লেও পুরুল্যার ঘটনায় অন্ধকারে হাতড়াচ্ছিল পুলিশ। প্রায় সপ্তাহখানেক পর একে একে শুরু হয় গ্রেফতারি। এর আগে দিল্লি ও বিহার থেকে ২ জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। এবার গ্রেফতার হল আরও ৩ জন। ওমপ্রকাশ প্রসাদ, ডাব্লিউ সিংহ ও অজয় যাদব নামে ৩ জনকে বিহার ও ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।
পুরুল্যার পুলিশ সুপার জানিয়েছেন, ডাকাতরা ডাকাতির আগে শহরে হোটেল ভাড়া করে ছিল। ডাকাতির পরিকল্পনা করেছিল বিহারে জেলবন্দি এক কুখ্যাত দুষ্কৃতী। ডাকাতদলের নেতৃত্বে ছিল ওমপ্রকাশ। সেই রেইকি করে গোটা ডাকাতির ছক তৈরি করে। ডাকাতির পর সিম বদলে ফেলে দলের সদস্যরা।
পুলিশ সুপার জানিয়েছেন, কল ডাম্পিং প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের চিহ্নিত করা গিয়েছে। ঘটনার পর ওই এলাকা থেকে ভিনরাজ্যে কতগুলি ফোন গিয়েছে তার তথ্য প্রথমে জোগাড় করা হয়। তার পর সেই নম্বরগুলি কোন ফোন থেকে করা হয়েছে তা খুঁজে বার করা হয়। এই রকম ২০টি ফোনের মালিকদের সনাক্ত করে তদন্ত এগিয়ে নিয়ে যান গোয়েন্দারা তাতেই মেলে সাফল্য।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ১০ – ১২ দিন রেইকি করার পর ডাকাতি হয়। তার পর দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।