• বছরে সাড়ে ৩ কোটি টাকা মাইনে! রেকর্ড গড়ল IIT Bombay-র ক্যাম্পাসিং
    হিন্দুস্তান টাইমস | ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • বছরে ৩.৭ কোটি টাকা। চাকরির শুরুতেই ধনভাণ্ডারের অফার এল এক পড়ুয়ার কাছে। যোগত্যার নিরিখেই অবশ্য সেই চাকরি ছিনিয়ে নিয়েছে পড়ুয়া। বিদেশি একটি সংস্থার তরফে এমন অফার দেওয়া হয়েছে‌ এক পড়ুয়াকে। আর ঘটনা প্রসঙ্গে সে আইআইটি বোম্বের পড়ুয়া‌‌। প্রতিষ্ঠানে পড়তে পড়তেই ক্যাম্পাসিংয়ে অংশ নেয় সে। তার পর অন্যদের রীতিমতো টেক্কা বড়সড় অঙ্কের চাকরি ছিনিয়ে নিল এই পড়ুয়া। আইআইটি বোম্বের তরফের এখনও পড়ুয়ার বিস্তারিত তথ্য জানানো হয়নি। ফলে সে কোন বিভাগের পড়ুয়া ইত্যাদি জানা যায়নি। তবে ইতিমধ্যেই এই নিয়ে আনন্দের ঝড় উঠেছে আইআইটির মতো প্রতিষ্ঠানে। কারণ শুধু যে পড়ুয়াটি অঙ্কের নিরিখে বড়সড় চাকরি পেয়েছে, তা নয়। আইআইটির ইতিহাসেও এমন বিশাল অঙ্কের অফার প্রথম এল। স্বভাবতই পড়ুয়ার জন্য রীতিমতো গর্ববোধ করছে বোম্বের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি।

    (চলতি বছরে সম্প্রতি শেষ হয়েছে আইআইটির ক্যাম্পাসিং।‌ তার পরেই এই সংক্রান্ত রিপোর্ট পেশ করে এই শিক্ষা প্রতিষ্ঠান। তাতে দেখা গিয়েছে, মাইনের নিরিখে নয়া রেকর্ড গড়েছে আইআইটি।‌‌ গত বছর বিদেশ থেকে যে চাকরির অফার এসেছিল তাতে বছরে সর্বোচ্চ ২.১ কোটি টাকা দেওয়া হয়। প্রাক্তন পড়ুয়ার সেই অফারকে চলতি বছরে ছাপিয়ে গেল এই পড়ুয়া। সম্প্রতি ক্যাম্পাসিংয়ে তাকে ৩.৭ কোটি বছরে দেওয়ার কথা জানিয়েছে একটি সংস্থা। সেই চাকরিটি পাওয়ার পরই ধয়া পালক জুড়েছে অইআইটির মুকুটে।

    (প্রসঙ্গত, দেশের ভিতরে চাকরির নিরিখে গত বছরকে ছাপিয়ে যেতে পারেনি এই বছরের পরিসংখ্যান। গত বছর ১.৮ কোটি টাকা মাইনের চাকরির অফার এসেছিল দেশের ভিতরেই। কিন্তু চলতি বছর বছরে ১.৭ কোটি টাকা মাইনের চাকরির অফার আসে। চলতি বছর বিদেশে চাকরি পেয়েছে ৬৫ জন। ব্রিটেন, জাপান, আমেরিকা, নেদারল্যান্ডস, হংকংয়ের সংস্থাগুলি এবারের ক্যাম্পাসিংয়ে চাকরি দেয়। প্রসঙ্গত ২০২১-২২ সালে বছরে গড়ে ২১.৫ লাখ টাকা মাইনের চাকরি পেয়েছিল পড়ুয়ারা‌। ২০২০-২১ সালে সেই গড় অঙ্কের পরিমাণ ছিল ১৭.৯ লাখ। চলতি বছরে সেই অঙ্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২১.৮২ লাখ। ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট মিলিয়ে ১৮৪৫ জন চাকরি পেয়েছেন ক্যাম্পাসিংয়ে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)