• Government Holiday : ডেঙ্গি নিয়ন্ত্রণে যুক্ত সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল, উদ্বেগ বাড়াচ্ছে ২৪ পরগনা
    এই সময় | ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ডেঙ্গি মোকাবিলায় ব্যাপক তৎপর রাজ্য। আজ নবান্নে ৪ জেলার ডিএম-দের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার কমিশনার ও সিএমওএইচরা। বৈঠকে রাজ্যে ডেঙ্গি মোকাবিলায় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সমস্ত দফতরের আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।বৈঠকে ডেঙ্গির সার্বিক মোকাবিলার ওপরে বিশেষ জোর দেন মুখ্যসচিব। ডেঙ্গি রোধের ব্যবস্থাপনার নিয়ে আলোচনার জন্য সমস্ত কাউন্সিলরদের সঙ্গে জেলাশাসকদের নিয়মিতভাবে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মীয়মান বিল্ডিং, বন্ধ কারখানা ও ফাঁকা জায়গার বর্জ্য সাফাইয়ের ওপরেও জোর দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। একইসঙ্গে রেল ও মেট্রোরেল কর্তৃপক্ষকেও নিজেদের জায়গাগুলিতে সাফাই অভিযান পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে। একই কথা বলা হয়েছে সমস্ত সরকারি সংস্থাগুলিকেও। পাশাপাশি শহর ও শহরতলির বাজার এলাকাগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে এদিনে বৈঠকে।ছুটি বাতিলের নির্দেশিকাঅন্যদিকে নিবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদেরও ডেঙ্গি প্রতিরোধে কাজ করার কথা বলা হয়েছে। যদি কোনও ব্যক্তির নিজস্ব এলাকায় ডেঙ্গি প্রতিরোধের নিয়ম বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি হাসপাতাল চত্বরেও বিশেষ সাফাই অভিযান চালানোর কথা বলা হয়েছে। ডেঙ্গির পরিস্থিতি খতিয়ে দেখতে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি নিয়মিতভাবে পরিদর্শন করবেন জেলা অবসারভার টিমের সদস্যরা। একইসঙ্গে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলিকে রাজ্য সরকারের ডেঙ্গি সংক্রান্ত গাইডলাইন মেনে চলার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে বস্তি ও হটস্পট এলাকাগুলিতে মশারি বিতরণের কথা বলা হয়েছে। এছাড়া প্রভাবিত জায়গাগুলিতে ২৪x৭ ডেঙ্গি পরীক্ষার সুবিধাও রাখা হবে।নবান্ন সূত্রে জানা গিয়েছে, দমদম, বিধাননগর এবং কামারহাটি পুর এলাকার ডেঙ্গি পরিস্থিতি সবচেয়ে খারাপ। ক্রমশই উত্তর ২৪ পরগনায় হটস্পটের সংখ্যা বাড়ছে বলে জানা গিয়েছে। বৈঠকে আশঙ্কা করা হয়েছে, গ্রামাঞ্চলেও এবার ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গি। তাই গ্রামাঞ্চলে মাইক্রো প্ল্যান তৈরির ওপরে জোর দেওয়া হচ্ছে নবান্নের বৈঠকে। অন্যদিকে এদিন কলকাতা পুরসভার স্বাস্থ্যদফতরের মেয়র পারিষদ অতীন ঘোষের নেতৃত্বে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে চালান হয় ডেঙ্গি প্রতিরোধ অভিযান। ড্রোন উড়িয়ে দেখা হয় বন্ধ কারখানার গোটা এলাকা। ড্রোনের মাধ্যমেই বিভিন্ন জায়গায় স্প্রে করা হয় রাসায়নিক।
  • Link to this news (এই সময়)