• Canada Ban RSS: ভারতের সঙ্গে দ্বন্দ্বে কানাডায় নিষিদ্ধ RSS? ভাইরাল ভিডিয়োয় জল্পনা
    এই সময় | ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাতের আবহে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS-কে নিষিদ্ধ করার দাবি তুললেন এক ব্যক্তি। পাশাপাশি ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের কথাও বলেছেন তিনি। সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। যদিও এর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।ভাইরাল ভিডিয়োতে নাম না জানা ওই ব্যক্তিকে একটি পোডিয়ামে দাঁড়িয়ে ভাষণ দিতে দেখা গিয়েছে। সেখানে তিনি বলেন, "কানাডার অবশ্যই ভারতীয় রাষ্ট্রদূতকে তাড়িয়ে দেওয়া উচিত। দুই দেশের বাণিজ্য বন্ধ করতে হবে। আর অবিলম্বে RSS-কে নিষিদ্ধ ঘোষণা করা হোক।"প্রসঙ্গত, এই ভিডিয়োটি X হ্যান্ডেলে (আগে নাম ছিল Twitter) পোস্ট করা হয়। যার ক্যাপশনে লেখা রয়েছে, 'কানাডায় RSS নিষিদ্ধ'। ভিডিয়োটিতে ভারতের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের তত্ত্বও দেওয়া হয়েছে।সূত্রের খবর, যে ব্যক্তিকে পোডিয়ামে ভাষণ দিতে দেখা গিয়েছে তিনি কানাডা সরকারের কোনও আধিকারিক বা মুখপাত্র নন। ফ্যাক্ট চেকে জানা গিয়েছে তাঁর নাম স্টিফেন ব্রাউন। 'ন্যাশনাল কাউন্সিল ফর কানাডিয়ান মুসলিমস' নামের একটি সংগঠনের CEO পদে রয়েছেন তিনি।চলতি বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জরকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। সূত্রের খবর, সেই হত্যাকাণ্ডের পর একটি অনুষ্ঠানে ভারত বিরোধী ভাষণ দেন ব্রাউন। অনুষ্ঠানটিকে হাজির ছিলেন বিশ্ব শিখ সংগঠনের (World Sikh Organization) প্রধান মুখবীর সিং। কানাডা সরকাকে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করার অনুরোধ করেন তিনিও।অনুষ্ঠান শেষে যৌথ সাংবাদিক বৈঠক করে 'ন্যাশনাল কাউন্সিল ফর কানাডিয়ান মুসলিমস' ও ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন। গত ১৯ সেপ্টেম্বর কাতারের সংবাদমাধ্যম আল জাজিরায় তা প্রকাশিত হয়। সেখানে নিজ্জর খুনকে 'কানাডার সার্বভৌমিত্বের উপর অপ্রত্যাশিত হামলা' বলে উল্লেখ করেছেন ব্রাউন।"নানা কারণে আমরা সকলে একত্রিত হয়েছি। যখন একজন কানাডাবাসীর উপর হামলা হয়, তখন তিনি মানবাধিকার ও ন্যায়বিচার নিয়ে কথা বলার সাহস ও শক্তি হারিয়ে ফেলেন। ফলে ঝুঁকিপূর্ণ জীবনের মধ্যে পড়তে হয় আমাদের।" সাংবাদিক বৈঠকে বলেছেন ব্রাউন।নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে গত সোমবার পার্লামেন্টে বিস্ফোরক দাবি করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খালিস্তানি সন্ত্রাসবাদী খুনের নেপথ্যে ভারতীয় গুপ্তচরদের হাত রয়েছে বলে দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, নিজ্জরকে অতি সাধারণ একজন কলের মিস্ত্রি বলেছেন ট্রুডো। যা খারিজ করে দিয়েছে নয়াদিল্লি।
  • Link to this news (এই সময়)