• Puri Weather : পুরীতে সি বিচে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? হোটেল বুকিংয়ের আগে জেনে নিন আবহাওয়ার আপডেট
    এই সময় | ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • দুর্গাপুজোর আর হাতে গোণা কয়েকদিন বাকি। সামনেই উৎসবের মরশুম। আর উৎসব মানেই বাঙালির পায়ের তলায় সরষে। বেড়ানোর তালিকায় বাঙালির কাছে প্রথম তিন পছন্দ 'দিপুদা'। অর্থাৎ দিঘা, পুরী, দার্জিলিং। আপনিও কি পুরীর টিকিট কেটে ফেলেছেন? হোটেল বুকিং সম্পন্ন? তার আগে জেনে নিন কেমন থাকবে পুরীর আবহাওয়া।পুজোর দিনগুলিতে পুরীতে ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে না শুকনো থাকবে সি বিচ? বড় আপডেট মিলেছে মৌসম ভবন সূত্রে।উল্লেখ্য, অগাস্ট মাসে বর্ষার ঘাটতি দেখা গিয়েছিল গোটা ওডিশা জুড়েই। ১২৬ বছরের রেকর্ড ভেঙে উষ্ণতম দিনের সাক্ষী থেকেছিল জগন্নাথধাম। গত ১০ অগাস্ট ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা।এদিকে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় আগামী ২৯ সেপ্টেম্বর একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এই ঘূর্ণাবর্তের জেরে একটি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে IMD ভুবনেশ্বর।অন্যদিকে, সম্প্রতি বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহের শুরুতেই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক আবহাওয়াবিদ জেসন নিকোলাস বলেন, 'বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। অক্টোবরের প্রথম সপ্তাহে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে।'যদিও এই আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছে মৌসম ভবন। IMD-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, 'ওডিশায় অক্টোবর একটি ঘূর্ণিঝড় প্রবল মাস। এই মাসেই বঙ্গোপসাগরে সাইক্লোন এবং গভীর নিম্নচাপ তৈরি হয়। আমরা প্রতিটি বিষয়ের উপর নজর রেখেছি। কোনও গুজবে কান দেওয়া উচিত নয়। জনসাধারণের কাছে অনুরোধ করব, ভুয়ো খবর কান না দিয়ে মৌসম ভবনের আপডেটের দিকে নজর রাখুন।' উল্লেখ্য, চলতি সপ্তাহের মধ্যেই অক্টোবরের প্রথম সপ্তাহ এবং পুজোর মুখে আবহাওয়া কেমন থাকতে পারে, বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে তা জানা যাবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।এদিকে, চলতি ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪৮ ঘণ্টা পুরী সহ গোটা ওডিশাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রবিবার থেকেই নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে ওডিশার জেলায় জেলায়। একাধিক জেলার কার্যত টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।সোমবারই দেশজুড়ে বর্ষা নিয়ে বড় আপডেট দিয়েছে মৌসম ভবন। জানানো হয়েছে, এদিন থেকেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে দেশে। যা সাধারণত ১৭ ডিসেম্বরের মধ্যে হয়ে থাকে। পাঁচদিন পিছিয়ে বর্ষা বিদায় নিতে শুরু করল দেশে।
  • Link to this news (এই সময়)