• Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে মিলল না কোনও সমাধান
    আজকাল | ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রায় তেরো ঘণ্টার কর্মসমিতির বৈঠকের পরেও মিলল না কোনো সমাধান।

    ডেপুটেশন জমা দিতে দিতেই সময় পেরিয়ে যায় অনেকটা। তার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও কোনোটারই সমাধান বেরোয়নি। রাত প্রায় আড়াইটে পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে বৈঠক চলে। বৈঠক শুরু হওয়ার পড়ে প্রথম দিকে দীর্ঘ সময় কেটে যায় বিভিন্ন সংগঠনের ডেপুটেশন জমা দিতে। সূত্রের খবর, বৈঠকের প্রথম দিকে ক্যাম্পাসে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পড়ুয়াদের অনলাইন ক্লাস করানো হবে কিনা তা নিয়েও আলোচনা হয়। তবে, দীর্ঘক্ষণ আলোচনার পরেও কোনো সমাধান বেরোয়নি। উপাচার্য বুদ্ধদেব সাউ জানান, ডেঙ্গি নিয়ে আলোচনা হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের যারা মেডিক্যাল দিকটা দেখেন তারা বলছেন পরিস্থিতি সঙ্কটজনক। কিন্তু ছাত্রছাত্রীরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে দিচ্ছেন না। অন্যদিকে, প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি একটি রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট কতটা বৈধ তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য। এদিনের বৈঠকে সেই রিপোর্ট পেশ না করা নিয়েও পড়ুয়ারা বিক্ষোভ দেখান। হোস্টেল নিয়েও কোনো সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে না সেই নিয়েও বিক্ষোভ দেখানো হয়। জানা গিয়েছে, গতবারের অলস্টেকহোল্ডার বৈঠকের পর বেশ কিছু মন্তব্য করেন অন্তবর্তী উপাচার্য। ছাত্র সংগঠনগুলির সদস্যদের দাবি, সেই সমস্ত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে উপাচার্যকে।
  • Link to this news (আজকাল)