• CV Ananda Bose: দুর্গাভারত সম্মান, এবার কি পুজো নিয়েও রাজ্য বনাম রাজ্যপাল? 
    আজকাল | ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: উপাচার্যের পর এবার কি পুজো নিয়েও 'সংঘাত' রাজ্য বনাম রাজ্যপালের? রাজ্য সরকারের পাশাপাশি রাজভবনের তরফেও দেওয়া হবে বিশেষ সম্মান।

    পশ্চিমবঙ্গের রাজ্যপালের দেওয়া এই সম্মানের নাম, 'দুর্গাভারত সম্মান'। তবে শারদোৎসবের সময় দেওয়া হলেও এই সম্মানের প্রেক্ষিতটা কিন্তু ভিন্ন। শিক্ষা, বিজ্ঞানচর্চা, গবেষণা, সাহিত্য থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি, বাণিজ্য, সমাজসেবা বা অন্যান্য ক্ষেত্রের কৃতিদের মনোনীত করা হবে এই সম্মানের জন্য।

    গোটা দেশ থেকেই এর জন্য আবেদন করা যাবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। রাজনৈতিক জগতের একটি অংশের ধারণা, পুজো নিয়েও তবে শুরু হল রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত। প্রসঙ্গত, প্রতি বছরই পুজোয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুজো কমিটির হাতে তুলে দেন 'বিশ্ব বাংলা' সম্মান। রাজ্যের পুজোকে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় করে তুলতে রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজিত হয় কার্নিভ্যালের। যা পর্যটনের অন্যতম আকর্ষণ।
  • Link to this news (আজকাল)