• বিশ্বকাপের প্ৰথম ম্যাচেই বিরাট বদল টিম ইন্ডিয়ার! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চমক ভারতের ১১-য়
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ অক্টোবর ২০২৩
  • India vs Australia,World Cup 2023 Predicted Playing 11:

    চেন্নাইয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। ধুন্ধুমার যুদ্ধের পারদ চড়ছে গত কয়েকদিন ধরেই। এমনিতে বিশ্বকাপে মুখোমুখি হওয়ার আগে দুই দল মহড়া-সিরিজে খেলেছিল মাত্র কয়েকদিন আগেই। যেখানে ভারত ২-১’এ সিরিজ জিতেছিল। তবে সেই সিরিজের বিবেচনায় ভারত যদি অজিদের হালকা নেয়, তাহলেই সমস্যায় পড়বে। ক্রিকেট মহলের ব্যাখা অস্ট্রেলিয়া চিরাচরিতভাবে বড় টুর্নামেন্টে ঠিক সময়ে জ্বলে ওঠে।

    তিন ফরম্যাটেই একমাত্র দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে অজিদের। ওয়ানডে বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন। টি২০ বিশ্বকাপের জয়ী হওয়ার আক্ষেপ ঘুচিয়ে নিয়েছিল বছর দুয়েক আগে। আরব আমিরশাহিতে। তারপর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে দ্বিতীয় সংস্করণেই বিজয়ীর শিরোপা পড়েছে ক্যাঙ্গারুরা। এবার ষষ্ঠবার একদিনের ক্রিকেট বিশ্বকাপে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে নামছে অস্ট্রেলিয়া।

    ভারত টুর্নামেন্ট অভিযানে নামার আগেই সমস্যায় পড়েছে শুভমান গিলকে নিয়ে। ডেঙ্গিতে আক্রান্ত বর্তমানে টিম ইন্ডিয়ার সবথেকে ধারাবাহিক তারকা। জ্বরের পাশাপাশি দুর্বলতা রয়েছে ভালমত। আগামী কয়েক সপ্তাহের কথা ভেবে দলের তরুণ তুর্কিকে বিশ্রামে পাঠানো একপ্রকার নিশ্চিত। বলা হচ্ছে, অস্ট্রেলিয়া ম্যাচের পাশাপাশি আফগানিস্তান ম্যাচেও সম্ভবত বাইরে রাখা হবে শুভমানকে। বিশ্বকাপে ওয়ার্ল্ড ক্রিকেটের প্রিন্সের অভিষেক ঘটতে পারে একেবারে পাকিস্তান ম্যাচে আহমেদাবাদে।

    প্রশ্ন উঠে গিয়েছে, শুভমান গিল না খেললে ওপেনিংয়ে রোহিতের ডেপুটি কে হবেন? তীব্র সম্ভবনা হচ্ছে, রোহিতের ওপেনিং পার্টনার হিসাবে ঈশান কিষানকে দেখতে পাওয়ার সম্ভবনা প্রবল। আবার কেএল রাহুলকেও ইনিংসের সূচনা করতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিষান ওপেন করলে মিডল অর্ডারে ঈশানের জায়গায় প্ৰথম এগারোর খেলতে পারেন শ্রেয়াস আইয়ার। যদিও মিডল অর্ডারে খেলার অন্যতম দাবিদার সূর্যকুমার যাদবও।

    পেস বোলিং বিভাগে দুই পেসার হিসাবে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজই খেলবেন। মহম্মদ শামিকে বাইরেই বসতে হবে। কেন শামিকে বসিয়ে সিরাজকে খেলানো হচ্ছে, সেই প্রশ্নের জবাব দিয়েছিলেন মিঁয়া ভাই। এশিয়া কাপের ফাইনালে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা স্পেল ঘটিয়ে লজ্জায় ফেলে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে। তৃতীয় সিমারের দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া।

    স্পিন ডিপার্টমেন্টে রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব অটোমেটিক চয়েস। স্পিনার-অলরাউন্ডার হিসাবে থাকছেন রবীন্দ্র জাদেজা। এশিয়া কাপে অক্ষর প্যাটেল চোট পাওয়ায় শেষ মুহূর্তে স্কোয়াডে ঢুকিয়ে নেওয়া হয় অভিজ্ঞ অশ্বিনকে।

    অস্ট্রেলিয়া আবার প্ৰথম ম্যাচে পাবে না তারকা অলরাউন্ডার মার্কাস স্টোয়িনিসকে। যাইহোক, অজিদের ওপেন করার দায়িত্ব পালন করতে হবে ওয়ার্নার এবং মিচেল মার্শকে। মিডল অর্ডারের দায়িত্বে থাকবেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে এবং গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে। উইকেট-কিপার ব্যাটসম্যান হিসেবে থাকছেন এলেক্স ক্যারি। পেস বিভাগে দেখা যেতে পারে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড এবং ক্যাপ্টেন প্যাট কামিন্স। জাম্পা স্পিনার হিসাবে খেলবেন। ম্যাচের ঠিক আগেই সাঁতার কাটতে গিয়ে হালকা চোট পেয়েছিলেন জাম্পা। তবে শনিবার ক্যাপ্টেন কামিন্স জানিয়েছেন অজি লেগস্পিনার খেলবেন চিপকে।

    স্টার্ক চোট সারিয়ে ওয়ার্ল্ড কাপ শুরুর আগেই বিধ্বংসী হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে প্ৰস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে গিয়েছিলেন অজি স্পিডস্টার। এছাড়াও ক্যামেরন গ্রিনকে খেলানো হতে পারে এক পেসারকে বসিয়ে।

    ভারত সম্ভাব্য প্ৰথম একাদশ:

    রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব/শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

    অস্ট্রেলিয়া প্ৰথম একাদশ:

    মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, এলেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)