• New Jersey Akshardham Temple Opening: বিদেশে সর্ববৃহৎ হিন্দু মন্দির, আমেরিকায় খুলল অক্ষরধামের দরজা, দেখুন ভিডিয়ো
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৩
  • প্রতীক্ষার অবসান। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে উদ্বোধন হল স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের। ভারতের বাইরে বিশ্বের সর্ববৃহৎ আধুনিক হিন্দু ধর্মস্থান হিসেবে আত্মপ্রকাশ করল এই দেবালয়। যার চোখ ধাঁধানো কারুকার্য ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে।রবিবার, মন্দিরের দ্বারঘাটন করেন মোহন্ত স্বামী মহারাজ। স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির নির্মাণকারী বিএপিএস নামের ধর্মীয় সংস্থার আধ্যাত্মিক প্রধান তিনি। উদ্বোধন উপল্যক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছিল আতসবাজির রোশনাইও।উল্লেখ্য, নিউ জার্সির এই মন্দিরটি নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে এর দূরত্ব প্রায় ২৮৯ কিলোমিটার। ২০১১-য় শুরু হয় এই অক্ষরধাম মন্দির তৈরির কাজ। গত ১২ বছর ধরে তিল তিল করে যা গড়ে তুলেছেন আমেরিকার বিভিন্ন এলাকা থেকে আসা ১২ হাজার স্বেচ্ছাসেবক।ভারতের বাইরে সবচেয়ে বড় হিন্দু ও বৌদ্ধ মন্দির রয়েছে কাম্বোডিয়ায়। দেবালয়টির পরিচয় আঙ্কোরভাট হিসেবে। কয়েক বছর আগে UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় সুপ্রাচীন এই মন্দির। আয়তনের বিচারে নিউ জার্সির দেবালয়টিকে এর সমতুল্য বলে উল্লেখ্য করেছেন নির্মাতারা।প্রসঙ্গত, ১৮৩ একর জমির উপর গড়ে উঠেছে আমেরিকার এই হিন্দু মন্দির। মূল দেবালয়ের আয়তন ২৫৫ ফুট x ৩৪৫ ফুট x ১৯১ ফুট। এর স্থাপত্য ও কারুকার্যে প্রাচীন ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছে নির্মাণকারী সংস্থা। দেবালয়টির মধ্যে রাখা হয়েছে ১০ হাজার দেব-দেবীর মূর্তি। রাখা হয়েছে একাধিক প্রাচীন ভারতীয় বাদ্যযন্ত্রও। এছাড়া নৃত্যরত যক্ষীর প্রতিমাও রাখা হয়েছে সেখানে।গত সপ্তাহেই নিউ জার্সির এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে শুভেচ্ছাবার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। "আমেরিকার হিন্দু মন্দিরে ভারতীয় স্থাপত্যের উৎকর্ষতা ও গৌরবময় প্রাচীন সংস্কৃতি ফুটে উঠেছে। এর অ্যাধ্যাত্মিক গুরুত্ব বিশ্বব্যাপী ভক্তদের কাছে অপরিসীম।" শুভেচ্ছাবার্তায় লিখেছেন নমো।অন্যদিকে স্বামীনারায়ণ মন্দিরের উদ্বোধন নিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও। ১৮ অক্টোবর সেখানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই নিয়ে মোট ৩টি অক্ষরধাম মন্দির তৈরি করা হল। বাকি দু'টি রয়েছে গুজরাজের আহমেদাবাদ ও রাজধানী দিল্লিতে। https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)