• কালাশনিকভ হাতে প্যারাগ্লাইডিং! মিউজিক কনসার্টে ঢুকে এলোপাথাড়ি গুলি হামাসের
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৩
  • মিউজিক ফেস্টিভ্যাল মুহূর্তে বদলে গেলে কান্নায়। কালাশনিকভের গুলির শব্দে চাপা পড়ল সুর-তাল-ছন্দ-লয়। প্রাণ বাঁচাতে পড়িমড়ি করে দৌড় লাগান দর্শক ও শিল্পীরা। ইজরায়েলে হামাস হামলার হাড়হিম করা সেই ভিডিয়ো ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাস্থলে ২৫০-র বেশি মৃতদেহ মিলেছে বলে খবর সূত্রের।শনিবার সুপারনোভা সুকোট উৎসবে মেলেছিল গোটা ইজরায়েল। সেই উপল্যক্ষে গাজা স্ট্রিপ সংলগ্ন কিবুটজ মরভূমিতে আয়োজন করা হয় মিউজিক ফেস্টিভ্যালের। সেখানে ইহুদিরা ছাড়াও বিদেশি পর্যটকরাও ভিড় জমিয়েছিলেন। উৎসব চলাকালীন আচমকাই ফেস্টিভ্যাল গ্রাউন্ডে হামলা চালায় হামাস জঙ্গিরা।উল্লেখ্য, গাজা স্ট্রিপ থেকে ঝটিতি আক্রমণ শানাতে এবার একেবার নতুন একটি পদ্ধতি অবলম্বন করে হামাস জঙ্গিরা। ভাইরাল ভিডিয়োতে প্যারাগ্লাইডিং করে তাদের মিউজিক ফেস্টিভ্যালের জায়গায় নামতে দেখা গিয়েছে। সেখানে ঢুকেই এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। ছোড়ে গ্রেনেডও। পাশাপাশি, ফেস্টিভ্যালে ঘুরতে আসা মহিলাদের পণবন্দি করে তারা।রবিবার ফেস্টিভ্যালের জায়গায় মর্মান্তিক ছবি প্রকাশ্যে আসে। সূত্রের খবর, মরভূমির মধ্যে সঙ্গীতানুষ্ঠানের জায়গায় এখনও রক্তাক্ত ছিন্নভিন্ন মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পণবন্দিদের উদ্ধারে কমান্ডো অপারেশন শুরু করেছে ইজরায়েলি ফৌজ।বিশেষজ্ঞদের একাংশের দাবি, প্যারাগ্লাইডিং-এ জঙ্গি হামলা বিশ্বে সম্ভবত প্রথমবার ঘটাল হামাস। ইজরায়েলের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। তাছাড়া গাজা স্ট্রিপের সীমান্তে সর্বক্ষণ মোতায়েন থাকে ইজরায়েলি বাহিনী। তাঁদের ঘোল খাওয়াতেই সম্ভবত এই পদ্ধতি অবলম্বন করেছে হামাস।ইজরায়েলের অভিযোগ, এভাবে হামলা চালাতে জঙ্গিদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে ইরান। হামাসকে হাতিয়ার ও বিপুল অংকের টাকাও দিয়েছে তেহেরান। এছাড়া হেজবোল্লার মতো সন্ত্রাসবাদী সংগঠনের পূর্ণ সমর্থন পাচ্ছে প্যালেস্টাইনি হামাস।শনিবারের হামলার সঙ্গে সঙ্গেই যুদ্ধ ঘোষণা করে দেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর পরই থেকে গাজা স্ট্রিপে হামাসের গুপ্ত ঘাঁটি লক্ষ্য করে লাগাতার এয়ারস্ট্রাইক চালিয়েছে ইহুদি বায়ুসেনা। তাতে অন্তত ৪০০ হামাস জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল। তবে এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত মৃতের সংখ্য়া হাজার ছাড়িয়েছে বলে জানা গিয়েছে।প্রসঙ্গত, আক্রমণের ঝাঁঝ বৃদ্ধি পাওয়ায় হামাস জঙ্গিরা পণবন্দি থাকা মহিলাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে খবর মিলেছে। এছাড়া তাঁদের উপর ধর্ষণ ও নগ্ন করে রাস্তায় হাঁটানোর মতো অভিযোগও উঠেছে। https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)