• লোকসভা ভোটের আগে সেমিফাইনাল, ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৩
  • পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছে মধ্য প্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গানা, মিজোরাম এবং রাজস্থান। কোন রাজ্যে কবে ভোট? সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, মিজোরামে ভোট আগামী ৭ নভেম্বর। মধ্য প্রদেশ, রাজস্থান এবং তেলঙ্গানায় ভোট যথাক্রমে ১৭ নভেম্বর, ২৩ নভেম্বর এবং ৩০ নভেম্বর। কেবলমাত্র ছত্তিশগড়ে দুই দফায় ভোট। সেখানে ভোট ৭ এবং ১৭ নভেম্বর। পাঁচ রাজ্যের ফলপ্রকাশ ৩ ডিসেম্বর। ৫ ডিসেম্বরের মধ্যে ভোটপ্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।চলতি বছর এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের কাজে অংশ নেবেন ১৫ লাখ ৩৯ হাজার তরুণ। প্রায় ২৯০০ বুধ পরিচালনার দায়িত্বে থাকবে তরুণরাই। ভোটার কার্ডে পরিবর্তনের জন্য সময় দেওয়া হয়েছে ১৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে BLO অফিস থেকে সংশোধন করা যাবে ভোটার আইডি কার্ডের তথ্য। মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার আরও জানিয়েছেন, এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ৬০ লাখ প্রথম ভোটার রয়েছে।বিগত ৪০ দিনে নির্বাচন কমিশনের অফিসাররা এই পাঁচ রাজ্যে ঘুরে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাঁচ রাজ্যে লোকসভা আসন ৮৩টি। এর মধ্যে মধ্যপ্রদেশে সবথেকে বেশি ২৯টি লোকসভা আসন। রাজস্থানে লোকসভা আসন ২৫টি। তেলঙ্গানায় ১৭, ছত্তিশগড় ১১ এবং মিজোরামে একটিমাত্র লোকসভা আসন।এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে মোট ১৬ কোটি ১ লাখ মানুষ অংশ নেবেন। এটি কার্যত লোকসভা নির্বাচনের সেমিফাইনাল হিসেবেই দেখা হচ্ছে। লোকসভা নির্বাচনের দোরগোড়ায় এসে এই পাঁচ রাজ্যের ভোট কার্যত সেমিফাইনাল হিসেবেই দেখা হচ্ছে।আগামী বছরের মার্চ বা মে মাসে লোকসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তবে তার আগে চলতি বছরের শেষে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।এই পাঁচ রাজ্যের মধ্যে দু'টি কংগ্রেস শাসিত, আর দু'টিতে BJP এবং NDA সরকার রয়েছে। একটিতে ক্ষমতায় রয়েছে KCR-এর নেতৃত্বাধীন সরকার। হাইভোল্টেজ এই পাঁচ রাজ্যে NDA বনাম INDIA-র লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।সব খবর জানতে ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)